মাটি কাটাকে কেন্দ্র করে ফটিকছড়িতে ২ পক্ষের এর মারামারিতে আলাউদ্দিন (৩২) নিহত হয়েছে। এক ঘটনায় ৪ জন আহত হয়েছে।
আজ সকাল সাড়ে দশটার দিকে উপজেলা সুয়াবিল ইউপির ৮ নম্বর ওয়ার্ডের উত্তর হাজীরখীল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আলাউদ্দিন এই ওয়ার্ডের জেবল হোসেনের ছেলে । এ ঘটনায় আহত একই সেকান্দর( ৩৫) গং একই এলাকার বাসিন্দা । আহতরা চট্টগ্রাম মেডিক্যাল চিকিৎসাধীন। সেকান্দর ও আনোয়ার এ ঘটনায় গ্রেফতার হয়েছে বলে জানা গেছে।
জানা গেছে , আলাউদ্দিন ও সেকান্দর গং এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধ বালু, পাহাড়ের মাটি কাটা সহ এলাকায় সন্ত্রাসী কার্যক্রম চালাতো। আজকে এ দুই গ্যাং এর মাঝে মাটি কাটা নিয়ে মারামারি শুরু করলে এতে আলাউদ্দিন গ্যাং এর আলাউদ্দিন নিহত হয়। এদিকে এঘটনায় এলাকায় থমথমে আবস্থা করছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সুয়াবিল ইউপি চেয়ারম্যান আবু তালেব বলেন, পূর্বের শত্রুতার জের এবং মাটি কাটাকে কেন্দ্র্র করে ২ পক্ষের মাঝে এ ঘটনা ঘটে।
ভুজপুর থানার অফিসার ইনচার্জ শেখ আব্দুল্লাহ জানান, এলাকার আধিপত্যকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ডটি ঘটেছে। নিহত আলাউদ্দিন একটি হত্যা মামলার আসামি ছিল।









