কাপ্তাই পুলিশের ব্যতিক্রমি উদ্যোগ, গানে গানে সচেতনতা

নজরুল ইসলাম লাভলু, কাপ্তাই
গানে গানে সুরে সুরে জনগনকে তাদের একগেঁয়েমি জীবনে কিছুটা আনন্দ দেবার লক্ষ্যে কাপ্তাই থানা পুলিশের উদ্যোগে করোনা ভাইরাস সংক্রামণ রোধে ব্যতিক্রমি প্রচারনা চালানো হয়েছে।থানা পুলিশের এমন প্রচারনার বিষয়টি বিভিন্ন মহলে প্রশংসা অর্জন করেছে। রাঙামাটি জেলা পুলিশ সুপার আলমগীর কবীরের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন) ছুফি উল্লাহ্, কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জুনায়েত কাউছার এবং কাপ্তাই থানার ওসি নাসির উদ্দীনের সার্বিক তত্ত্বাবধানে ইতিমধ্যে কাপ্তাই থানার পুলিশ সদস্যদের কন্ঠে “ওরে বাংলার ভাই বোনেরা,শুনেন দিয়া মন,করোনা ভাইরাসের কথা, আমরা করছি নিবেদন” এই গানটির ভিডিও ধারন করা হয়েছে কাপ্তাই উপজেলার প্রাকৃতিক সৌন্দর্য মন্ডিত বিভিন্ন মনোরম স্থানে বিশিষ্ট সঙ্গীত পরিচালক ঝুলন দত্তের তত্ত্বাবধানে। কাপ্তাই থানার ওসি নাসির উদ্দীন এবং বাউল শিল্পী রফিক আশেকীর গীত রচনায় গানটির অডিও রেকডিং করেছেন মা’ স্টুডিও এর শাহাদাত। নাট্য শিল্পী মিজানুর রহমান চৌধুরীর ভিডিও নির্দেশনায় গানটির চিত্র ধারন করেছেন সুজিত ধর হারু।
প্রায় ১০ মিনিটের এই জনসচেতনতা ভিডিও ইতিমধ্যে কাপ্তাই থানার পেইজসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা হয়েছে। মূহুর্তের মধ্যে হাজার হাজার কমেন্টে ভরে গেছে এসব পোস্ট। সকলে কাপ্তাই থানা পুলিশের এই ব্যতিক্রমি প্রচারনার প্রশংসা করেছেন। কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি কবির হোসেন, সিনিয়ার সহ সভাপতি নজরুল ইসলাম লাভলু, অর্থ সম্পাদক নুর হোসেন মামুন, কাপ্তাই উপজেলা ছাত্রলীগের সভাপতি এম নুর উদ্দিন সুমন, সাধারণ সম্পাদক এ আর লিমন, কাপ্তাই থানার সাবেক ওসি সুব্রত শেখর ভক্তসহ অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের অভিনন্দন জানিয়েছেন।
ইতিমধ্যে কাপ্তাই থানার উদ্যোগে পুলিশ সদস্যরা কাপ্তাই নতুনবাজার, কাপ্তাই প্রজেক্ট, শিলছড়ি, বড়ইছড়ি, কর্নফুলি কলেজ এলাকায় গানে গানে সকলকে করোনা ভাইরাস সংক্রামনরোধে সচেতন করেছেন।
কাপ্তাই থানা পুলিশের এই গানে গানে প্রচার কার্যক্রম কিছুটা হলেও জনগনকে অনাবিল আনন্দ দিতে সক্ষম হচ্ছে বলে অনেকে অভিমত ব্যক্ত করেছেন।