নাজিরহাট সেন্ট্রাল পার্ক হসপিটালে ভুল চিকিৎসা, অতঃপর চমেকে মৃত্যু

ফটিকছড়ির নাজিরহাট সেন্ট্রাল পার্ক হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে ভুল চিকিৎসার অভিযোগ উঠা মুন্নী আক্তার (৩০) নামের সে প্রসূতি মারা গেলেন।

রবিবার (১ সেপ্টেম্বর) চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। বিষয়টি নিশ্চিত করেন নিহতের চাচাত ভাই মোহাম্মদ সাব্বির হোসেন।

জানা গেছে, প্রসব বেদনা উঠলে রোববার (২৪ আগস্ট) রাতে ফটিকছড়ির নাজিরহাটে সেন্ট্রাল পার্ক হাসপাতালে নেওয়া হয় উপজেলার রাঙ্গামাটিয়া গ্রামের গৃহবধূ মুন্নি আকতারকে। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে চিকিৎসা দেন।

রোববার রাতেই অস্ত্রোপচারের মাধ্যমে পুত্রসন্তানের মা হন মুন্নি আকতার। পরবর্তী সময়ে তাকে গুরুতর অসুস্থ দাবি করে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রেফার করা হয়।