পাকিস্তানের মেরুদণ্ড ভেঙে দিয়েছে তাসকিন-মিরাজরা

পাকিস্তানের ইনিংসের মেরুদণ্ড ভেঙে দিয়েছে বাংলাদেশ। থিতু হলেও ইনিংস বড় করতে পারেননি বাবর-রিজওয়ানরা। বেড়িয়ে এসেছে লেজ। এবার স্বাগতিকদের চেপে ধরে গুটিয়ে দেয়ার অপেক্ষায় তাসকিন-মিরাজরা।

দ্বিতীয় উইকেট জুটিতে শতাধিক রান উঠার পর আর জুটি বড় হয়নি পাকিস্তানের। রাওয়ালপিন্ডিতে নিয়মিত বিরতেই উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ। শান মাসুদ আর সাইম আইয়ুব ফেরার পর দাঁড়াতে পারেনি আর কেউ।

বাবর আজম চেষ্টা করেছিলেন, সৌদ শাকিলকে নিয়ে টানতে চেয়েছিলেন ইনিংস; তবে বাঁধ সাধেন সাকিব আল হাসান। ৭৭ বলে ৩১ করতেই বাবরকে ফাঁদে ফেলেন এলবিডব্লিউর। সিরিজটা মোটেও ভালো যাচ্ছে না এই তারকার।

এর আগেই অবশ্য শাকিলকে ফেরান তাসকিন। ২৮ বলে ১৬ করেই ভাঙে তার স্ট্যাম্প। ১৭৯ রানে ৫ উইকেট হারায় পাকিস্তান। ষষ্ঠ উইকেটের পতন হয় ২১১ রানে। আগের ম্যাচে দারুণ খেলা রিজওয়ান শিকার হন নাহিদ রানার। থিতু হয়েও ফেরেন ২৯ রানে।

এই মুহূর্তে পাকিস্তানের সংগ্রহ ৬৯ ওভারে ৬ উইকেট হারিয়ে ২২১ রান। আগা সালমান ৪৬ বলে ২৪ ও খুররম ব্যাট করছেন ৭ রানে। তাসকিন ও মিরাজ ২ আর সাকিব ও নাহিদ রানা নিয়েছেন একটা করে উইকেট।

উল্লেখ্য, সিরিজের দ্বিতীয় টেস্টে গতকাল শুক্রবার পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার কথা ছিল বাংলাদেশের। তবে তীব্র বৃষ্টির কারণে মাঠেই আসা হয়নি ক্রিকেটারদের। প্রথম সেশনের পরেই প্রথম দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা।

আজ শনিবার দ্বিতীয় দিনের খেলা শুরু করে দুই দল। যেখানে রাওয়ালপিন্ডিতে টসে জিতে পাকিস্তানকে আগে ব্যাট করতে পাঠায় বাংলাদেশ। ০ রানে প্রথম উইকেট হারালেও দ্বিতীয় উইকেট ঘুরে দাঁড়ায় পাকিস্তান। শান মাসুদ ৫৮ ও সাইম খেলেন ৫৩ রানের ইনিংস। দু’জনকেই ফেরান মিরাজ।