বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক ও পিরোজপুর জেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য ইসহাক আলী খান পান্নার লাশ বাংলাদেশের কাছে হস্তান্তর করেছে মেঘালয় পুলিশ।
শনিবার বেলা সাড়ে ১১টার দিকে সিলেটের তামাবিল ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে তার লাশ ফেরত পাঠানো হয়। নিহত পান্নার ভাতিজা নাবিল খান লাশ গ্রহণ করেন।
উল্লেখ্য, গত ২৬ আগস্ট পূর্ব জৈন্তিয়া পাহাড়ের দোনা ভোই গ্রামের একটি সুপারি বাগান থেকে পান্নার অর্ধগলিত লাশ উদ্ধার করে মেঘালয় পুলিশ। ওই এলাকাটি বাংলাদেশ-ভারত সীমান্ত থেকে দেড় কিলোমিটার দূরে। তখন লাশের সাথে পাওয়া পাসপোর্ট থেকে পান্নার পরিচয় শনাক্ত করা হয়।
তবে ময়নাতদন্ত প্রতিবেদনে পান্নার মৃত্যুর কারণ হিসেবে শ্বাসরোধের কথা বলা হয়েছে। শরীরে একাধিক আঘাতের চিহ্নও রয়েছে। তার মৃত্যুকে ঘিরে তৈরি হয়েছে আরো সন্দেহ।