কালারমারছড়ায় দুর্বৃত্তদের দেয়া আগুনে ১৫ দোকান পুড়ে ছাই

হ্যাপী করিম,মহেশখালী প্রতিনিধি: কক্সবাজার জেলার মহেশখালী উপজেলায় নোনাছড়ি বাজারে দুর্বৃত্তের দেয়া আগুনে ৪টি গুদামসহ ১৫টি দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

৩০ শে আগস্ট (শুক্রবার) দিবাগত গভীর রাতে উপজেলার কালারমারছড়া ইউনিয়নের নোনাছড়ি বাজারে এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দ্রুত আগুন নিয়ন্ত্রণ আনতে গিয়ে বেশ কয়েকজন আহত হয়েছে। এতে শাকিল আহমদ’কে আশংকাজনক তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। পরে ফায়ার সার্ভিসের ১টি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় সূত্রে জানা যায়, মহেশখালী উপজেলা আওয়ামী লীগ নেতা সেলিম চৌধুরীর অফিস থেকে এই অগ্নিকাণ্ডের সৃষ্টি। তবে ধারণা করা হচ্ছে সেলিম চৌধুরীর অফিসে দুর্বৃত্তের দেয়া আগুন সর্বত্র ছড়িয়ে পড়লে পাশের দোকানে ফ্রিজ আগুনে বিস্ফোরণ হলে তার শব্দে এলাকাবাসীর ঘুম ভেঙে গেলে তারা বাইরে এসে দেখে সেলিম চৌধুরীর অফিসে আগুন জ্বলছে দেখে। এ সময় গ্রামবাসী পাশের দোকানদার ও ফায়ার সার্ভিসকে খবর দেয়। ততক্ষণে আগুনের তীব্রতা বেশি থাকায় দোকান মালিক আবুল হোসেন, আব্দুল মজিদ, রাসেদ চৌধুরী, মোজাম্মেল হক, আব্দুস সালাম, আনিসুর রহমান ও মোজাম্মেলরসহ সারিবদ্ধ ১৫টি দোকান একেবারে পুড়ে ভস্মীভূত হয়ে গেছে।

স্থানীয় ব্যবসায়ী রাশেদ চৌধুরীর ৪টি ডিলারের গুদামের মালামাল’সহ ১৫টি দোকানের ক্ষয়ক্ষতি অন্তত আড়াই কোটি টাকার মতন হবে বলে জানান স্থানীয়রা।

এই ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় কয়েক কোটি টাকা বলে জানান ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা। তবে ফায়ার সার্ভিসের পক্ষে থেকে এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কিছু বলা হয়নি।

এ বিষয়ে মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মীকি মারমা জানান, আমরা খবর পেয়েছি কালারমারছড়ায় একটি বাজারে আগুন লেগে বেশ কিছু দোকান পুড়ে গেছে। আমরা ঘটনাস্থলে পরিদর্শন করে বিস্তারিত জানাতে পারবো