রক্তপিপাসু খুনী হাসিনা সরকারের উচ্ছিষ্ট ভোগী ও স্বৈরাচারের সহযোগী ভোট ডাকাত চেয়ারম্যান জসিম সহ সকল ইউপি সদস্য ও দুর্নীতিবাজ সকল অফিস সহকারী কর্মকর্তাদের অপসারণ করে, অবৈধ ভোট ডাকাতির মাধ্যমে গঠিত পরিষদ বাতিল চাই।
উক্ত ছাত্র জনতার মানববন্ধনে “খুনি হাসিনা মার্কা অনির্বাচিত পরিষদ বাতিল চাই, করতে হবে” বলে স্লোগান উঠে।