বরেণ্য শিশুসাহিত্যিক, সংগঠক ও সাংবাদিক আশরাফুল আলম পিনটু আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাহিউন)।
আজ মঙ্গলবার (২৭ আগস্ট) বেলা ৩টা ২০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি।
আশরাফুল আলম পিনটুর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ঢাকা সাব-এডিটর কাউন্সিলের সাবেক সভাপতি মামুন ফরাজী। তিনি জানান, সোমবার রাত আড়াইটার দিকে গুরুতর অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হৃদরোগ জনিতকারণে আজ বিকেলে মারা যান তিনি।
মামুন ফরাজী আরও জানান, আজ সন্ধ্যায় আশরাফুল আলম পিনটুকে তার কর্মস্থল যুগান্তরে আনা হবে। এখান থেকে তার পৈতৃক নিবাস রাজশাহীর শালবাগানে নেওয়া হবে।
আশরাফুল আলম পিনটুর জন্ম ১৯৬৪ সালে। শৈশব-কৈশোর কেটেছে বরেন্দ্র অঞ্চলে। ছেলেবেলা থেকেই টান ছিল গাছপালা বনবাদাড় আর পাখির দিকে। তাই ঘুরেফিরে তার লেখার মূল অনুষঙ্গ হয়ে উঠেছে ফুল, পাখি ও প্রকৃতি।
জানা গেছে, ১৯৭৬ সালে প্রথম লেখা প্রকাশ পায়। পিন্টু শিশুসাহিত্যিক হিসেবে পাঠকমহলে বেশি পরিচিত হলেও সবার জন্যই লিখে গেছেন। কর্মসূত্রে সম্পাদনা করছেন দৈনিক যুগান্তরের ছোটদের পাতা ‘আলোর নাচন’। এ ছাড়া সম্পাদনা করেছেন শিশু-কিশোরদের পত্রিকা ‘কিশোর’। লেখালেখির জন্য এম নুরুল কাদের ফাউন্ডেশন পুরস্কার, মিনা মিডিয়া অ্যাওয়ার্ড ইউনিসেফসহ বেশকিছু সম্মাননা পেয়েছেন।