বন্যাকবলিত এলাকার জন্য খুলশী ক্লাব লিঃ খাদ্যসামগ্রী বিতরণ

খুলশী ক্লাব লিঃ এর উদ্যোগে ফেনী, কুমিল্লা, নোয়াখালী এলাকার বন্যা কবলিত এলাকার মানুষের জন্য প্রথম পর্যায়ে ১১০০ শত মানুষের জন্য আজ ২৬ শে আগষ্ট বিকেলে ত্রাণ সামগ্রী সেনাক্যাম্পে হস্তান্তর করা হয়। খুলশী ক্লাব লিঃ চট্টগ্রামের সভাপতি আলহাজ্ব শামসুল আলমের সভাপতিত্বে এতে অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন ক্লাবের সাবেক সভাপতি আলহাজ্ব আহমদুল হক,সাধারণ সম্পাদক ডাঃ এম. করিম, যুগ্ন সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুল কাদির, সাংগাঠনিক সম্পাদক আমির হোসেন, অর্থ সম্পাদক শওকত আলী তালুকদার, সদস্য নুরুল আবছার, মিজানুর রহমান, ইঞ্জিনিয়ার মোঃ খালেক, মাসুদ হাসান চৌধুরী, ফখরুল আলম, শাহ জালাল, নজরুল ইসলাম, ইঞ্জিনিয়ার মোঃ শামসুদ্দীন। ত্রাণ কার্যক্রমে স্বেচ্ছাসেবক হিসেবে সহায়তা করেন সমাজকর্মী মোরশেদুল আলম, মাসুদ করিম, রাজীব দেব, মোঃ আসিফ, নজরুল ইসলাম, ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চট্টগ্রামের রোভার স্কাউটের সিনিয়র রোভারমেট জাহিদুল ইসলাম, রোভার স্কাউটার, মাকসুদুর রহমান, নাজমুস সাদ, স্কাউটার মোঃ সাইম, আদনান, মোঃ মাহমুদুল হাসান মাছুম, মোঃ হাসান, মোঃ তাহমিদ সাদাত তাবিব, রোভার মাঈনুল হাসান পারভেজ, সৈয়দ সাব্বির আলম প্রমুখ। ত্রাণ সামগ্রীতে খেজুর, ৩ প্যাকেট বিস্কিট, মুড়ি, পানি, লুঙ্গী মোমবাতি, লাইটার প্রয়োজনীয় নাপা, ওরসালাইন প্রদান করা হয়।

ক্লাবের সভাপতি আলহাজ্ব শামসুল আলম বলেন খুলশী ক্লাব লিঃ অতীতের ধাবাবাহিকতায় সব সময় দুর্গত, দুঃস্থ মানুষের জন্য সেবার হাত বাড়িয়ে দিয়ে থাকে। তাঁরই অংশ হিসেবে বর্তমানে ফেনীসহ বিভিন্ন জেলার বন্যা কবলিত এলাকার মানুষের জন্য প্রথম পর্যায়ে ১১০০ শত পরিবারের জন্য ত্রাণ সামগ্রী প্রদান করল। আগামী সপ্তাহে আরো ২০০০ পরিবারের জন্য ত্রাণ সামগ্রী প্রদান করা হবে। তিনি বলেন খুলশী ক্লাব লিঃ ইতিমধ্যে সিলেটে বন্যায় ত্রাণ বিতরণ, করোনায় ত্রাণ ও চিকিৎসা সামগ্রী বিতরণ, প্রতিবছর বিনামুল্যে চিকিৎক, বছরব্যাপী বিনামুল্যে চক্ষুছানী অপারেশন, শিক্ষাবৃত্তি, দুস্থ মেয়ের বিয়েতে সহায়তাসহ নানা সামাজিক সেবামুলক কার্যক্রম চলমান রেখেছে। দেশের যেকোন সংকটকালে ক্লাবের সদস্যরা মানবতার কাজে নিঃস্বার্থভাবে এগিয়ে আসা। তিনি সমাজের সকল স্তরের মানুষকে নিজ নিজ সাধ্যানুযায়ী বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের জন্য ত্রাণ সামগ্রী সহায়তা করার আহবান জানান। তিনি বন্যায় অকাল মৃত্যুবারণকারীদের রুহের মাগফেরাত কামনা করেন। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।