দুর্গম গিরি কান্তর মরু, দুস্তর পারাবার হে/ লঙ্ঘিতে হবে রাত্রি নিশিতে যাত্রীরা হুঁশিয়ার– জাতীয় কবি কাজী নজরুল ইসলামের এই বিপ্লবী গানটি নতুন করে গাইলেন পান্থ কানাই, অনিমেষ রায় ও সৈয়দ সুজন। নিতাই ঘটকের আদি সুরে এর সংগীত পরিচালনা করেছেন সৈয়দ সুজন।
সম্প্রতি আরটিভির নিজস্ব স্টুডিতে গানটির শুটিং শেষ হয়েছে। ভিডিও পরিচালনা করেছেন নূর হোসেন হীরা।
গানটি নির্মাণের প্রেক্ষাপট সম্পর্কে নূর হোসেন হীরা বলেন, জুলাইয়ের মাঝামাঝি থেকে ছাত্র-জনতার যে ত্যাগ এবং প্রতিরোধ দেখেছি, সেখান থেকেই এই গানটি নির্মাণের চিন্তা মাথায় ঘুরছিল। পাশাপাশি দেশজুড়ে হঠাৎ বন্যায় লাখ লাখ মানুষ যেভাবে প্রতিকূল পরিস্থিতিতে পড়েছে এবং তাদেরকে উদ্ধার করতে অন্যরা যেভাবে চ্যালেঞ্জ নিয়ে এগিয়ে এসেছে সেই সামগ্রিকতাও আমার এই গানকে নির্মাণ করতে প্রেরণা জুগিয়েছে।
তিনি আরও বলেন, পান্থ কানাইসহ সবাই অসাধারণ পারফর্ম করেছেন। আশাকরি সবাই উপভোগ করবেন।
কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস উপলক্ষে সোমবার (২৬ আগস্ট) বিকেল ৫টায় আরটিভি মিউজিকের ব্যানারে ‘দুর্গম গিরি কান্তার মরু’ গানটি উন্মুক্ত হবে।