টেকনাফে জিরো থেকে হিরো হওয়া রবি বডুয়া, এখন এলাকা ছাড়া

শামসু উদ্দীন টেকনাফ প্রতিনিধি: টেকনাফ পৌর শহর পুরাতন পল্লান পাড়া ও উপজেলা শাসন সংলগ্ন রবি বডুয়া অতীতে কম্পিউটার দোকানের কর্মচারী ছিলেন। ২০১৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর তার ভাগ্য খুলে যায়। এমপি বদীর কথিত পিএস নামে রবি বডুয়া হিসাবে পরিচিত। গত ১৫ বছরে রবি বডুয়া আকাম কুকাম করে বর্তমানে জিরো থেকে হিরো বনে গিয়ে তিন তলা ভবনের মালিক। তার দৃশ্যমান আয়ের কোন উৎস নেই। গেল ১৫ বছরে বদীর পিএস থাকা অবস্থায় ভবন ছাড়া ও অজস্র কালোটাকার মালিক বনে গেছেেন।

বর্তমানে সে আত্মগোপনে রয়েছে। ভুক্তভোগীরা তাকে খোজতে উপজেলা পরিষদ এলাকায় ঘুরছে।তার বাড়িটি টেকনাফ উপজেলা পরিষদ সংলগ্ন। তার বিরুদ্ধে নারী কেলেংকারী সহ বিজৃভিন্ন অপকর্মের অভিযোগ উঠেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরুর পর ৫ আগস্ট চূড়ান্ত আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের ঘন্টা বাজার সাথে সাথে সেই রবি বডুয়া এলাকা থেকে আত্মগোপনে চলে যায়। তার অপকর্ম এবং সাবেক এমপি বদীর ও শাহীন আক্তার এর নাম ভাঙ্গিয়ে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অনিয়ম ও দুর্নীতির সাথে জড়িত হ’য়ে পড়ে। তার,খুটির জোর নাকি বেশী। সাবেক এমপি নামে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের বিপরীত বরাদ্দের অর্থ চেয়ারম্যান মেম্বারদের পরস্পর যোগসাজশে আত্মসাৎ করে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন,মহিলা বিষয়ক ও সমাজ সেবা দপ্তরটি তার জন্য উন্মুক্ত ছিল। প্রকল্পের কিছু কাজ করে স্থানীয় মেম্বারদের কিছু টাকা দিয়ে বাকি টাকা নিজের পকেটে নিয়ে আসে। এছাড়াও মসজিদ ও মাদ্রাসার নামে সরকারি অর্থ এমপির মাধ্যমে যোগসাজশে লুটে নেয়।