চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ফটিকছড়ি উপজেলায় বানভাসি মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
সভাপতির বক্তব্যে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ এম রাশেদ খান বলেন,কয়েকদিনের অতিবৃষ্টি এবং ভারতের উজান থেকে নেমে আসা ঢলের কারণে দেশের ১৩টি জেলায় সৃষ্ট বন্যায় এক চরম মানবিক পরিস্থিতি সৃষ্টি করেছে। আকষ্মিক বন্যায় বানভাসি মানুষগুলো চরম মানবেতর জীবনযাপন করছে। বন্যার পানিতে তলিয়ে গেছে লাখ লাখ মানুষের বাড়িঘর, ফসলি ক্ষেত ইত্যাদি। বন্যার্তদের শুধু খাদ্য সামগ্রী দিয়ে সহযোগীতা করলে হবেনা, বন্যা পরিস্থিতি স্বাভাবিক হলে ক্ষতিগ্রস্থ মানুষগুলো পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। সমাজের সকল শ্রেণী পেশার মানুষকে এসকল অসহায় মানুষের পাশে দাড়াঁতে হবে। বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমরা বানভাসী মানুষের পাশে থাকব। দেশের মানুষের অধিকার, গণতন্ত্র রক্ষা এবং যে কোনও দুর্যোগে জনগণকে স্বেচ্ছাসেবা দেওয়ার লক্ষ্যেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল প্রতিষ্ঠা করেছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নির্দেশনায় সারাদেশে বন্যা দুর্গত অঞ্চলগুলোতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সহ বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা নিরলসভাবে সেবা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। দেশের যেকোন সংকট মুহূর্তে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা মানুষের পাশে ছিল আগামীতেও থাকবে।
তিনি রবিবার (২৫ আগষ্ট) বেলা ১১টায় দেশনায়ক তারেক রহমান এর নির্দেশনায় চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ফটিকছড়ি উপজেলার বিভিন্ন বন্যা দুর্গত এলাকায় বানভাসি মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণকালে এসব কথা বলেন। এসময় নেতৃবৃন্দ বন্যাদুর্গত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন, বানভাসি মানুষের খোঁজখবর নেন এবং পর্যায়ক্রমে তাদের আরোও সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু বলেন, এই মুহুর্তে আমাদের উচিত- দল মত নির্বিশেষে নিজ নিজ অবস্থান থেকে যার যতটুকু সম্ভব তা নিয়ে অসহায় বন্যাদুর্গতদের সাহায্যে এগিয়ে আসা। বানভাসি মানুষগুলো খোলা আকাশের নীচে খুবই মানবেতর জীবনযাপন করছে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা এই বন্যা পরিস্থিতি মোকাবিলা করতে পারবো।
চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের এইচ.এম রাশেদ খান, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু, সহ-সভাপতি হারুনুর রশিদ, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, যুগ্ম সম্পাদক জমির উদ্দিন নাহিদ, এম. আবু বক্কর রাজু, সহ-সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, দিদার হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম, সাইফুল আলম দিপু, শাহজাহান বাদশা, সহ-দফতর সম্পাদক জাহিদুল ইসলাম, সহ-পরিবার বিষয়ক সম্পাদক জাকির হোসেন মিশু, মো. ইয়াছিন প্রমুখ।