হিলিতে পরিচ্ছন্নতা অভিযানে নেমেছে শিক্ষার্থীরা

দিনাজপুরের হিলিকে সুন্দর শহর গড়ে তুলতে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছেন শিক্ষার্থীরা।

আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে হিলি রেলওয়ে স্টেশন এলাকা থেকে এ কার্যক্রম শুরু করেন তারা।

শিক্ষার্থীরা বলেন, প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি সামাজিক শিক্ষার লক্ষ্যে আজ তারা হিলি শহরে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে বের হয়েছেন। ময়লা শুধু ফেলতে নয় বরং ময়লা পরিষ্কার করার মানসিকতা বৃদ্ধির জন্য তাদের এই আয়োজন। দেশকে পরিষ্কার রাখতে হলে সবাইকে সচেতন হতে হবে। সেই সঙ্গে দেশকে দুর্নীতি মুক্ত করতে হলে শিক্ষার্থীদের আরও সচেতন হতে হবে বলেও জানান তারা।