নোয়াখালী কবিরহাটে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ শুক্রবার (২৩ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের পদুয়া গ্রাম থেকে পাঁচ শতাধিক পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
তারেক রহমানের পক্ষে জেলা বিএনপির সদস্য গোলাম মোমিত ফয়সাল ত্রাণসামগ্রী বিতরণের আয়োজন করেন।
সহায়তা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছে বন্যার্ত পরিবারের সদস্যরা। স্থানীয় বাসিন্দা আব্দুল খালেক (৬০) বলেন, ‘আমার বসতঘরে হাঁটু পরিমাণ পানি। ফলে খাবার নিয়ে খুব কষ্ট ছিলাম। আজ আমরা ত্রাণ সামগ্রী পেলাম। সাহায্য পেয়ে ভালো লাগছে।’
জেলা বিএনপির সদস্য গোলাম মোমিত ফয়সাল বলেন, ‘তারেক রহমানের আহ্বানে বন্যার্তদের পাশে দাঁড়িয়েছি। কয়েক দফায় পাঁচ শতাধিক বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। আগামীতে এই ত্রাণসামগ্রী বিতরণ অব্যাহত থাকবে।’
এ সময় আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক গোলাম রাব্বানী, গোলাম মর্তুজা ফরমান, সাইফুল ইসলাম পলাশ প্রমুখ।