টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কক্সবাজারে ৪০ হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ।
বুধবার থেকে টানা বৃষ্টিতে তলিয়ে গেছে নিম্নাঞ্চল এলাকা। রাতের পর থেকে আরও নতুন নতুন এলাকায় পাহাড়ি ঢলের পানি ঢুকেছে। অনেক এলাকায় বেড়িবাঁধ ভেঙে গেছে। মাতামুহুরী ও বাকখালী নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
জেলার বিভিন্ন উপজেলায় বন্যার পানিতে বাড়িঘর, রাস্তাঘাট, ফসলি জমি তলিয়ে গেছে। পেকুয়া, চকরিয়া, সদর উপজেলার প্রায় লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন।
কৃষি অফিস জানিয়েছেন, জেলার ৩০ হাজার কৃষকের ৪০ হাজার হেক্টর জমির ফসল নষ্ট হয়ে গেছে। এতে করে কৃষকের কয়েক কোটি টাকার ফসল নষ্ট হয়ে গেছে।
এদিকে বন্যা পরিস্থিতি অবনতির ফলে বিভিন্ন জায়গায় রেললাইনের ওপর পানি উঠে যাওয়ায় সব ধরনের ট্রেন চলাচল বন্ধ করে দিয়েছে কক্সবাজার রেল স্টেশন কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার দুপুর থেকে ট্রেন চলাচল বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশনের মাস্টার মো. গোলাম রব্বানী।
তিনি বলেন, টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে কক্সবাজার ও চট্টগ্রামের রেলপথে বিভিন্ন অংশ পানিতে তলিয়ে গেছে। যার কারণে কক্সবাজার থেকে সব ধরণের ট্রেন চলাচল বন্ধ করা হয়েছে।
তিনি আরও বলেন, এই রুটে পর্যটক এক্সপ্রেস, কক্সবাজার এক্সপ্রেস ও বিশেষ ট্রেন চলাচল করে। সকালের ট্রেন ছেড়ে যাওয়ার পর পরিস্থিতির অবনতি হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া কক্সবাজার-টেকনাফ সড়কে পানি উঠার কারনে যান চলাচল ব্যাহত হচ্ছে।
কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ তোফায়েল হোসেন জানান, বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত কক্সবাজারে ২৩৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টি আরও কয়েকদিন অব্যাহত থাকবে।