ধর্ম উপদেষ্টার সাথে চবি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এর অন্তর্র্বতীকালীন সরকারের মাননীয় ধর্ম উপদেষ্টা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রাক্তন কৃতী ছাত্র মাওলানা অধ্যাপক ড. আ ফ ম খালিদ হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতি, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর নেতৃবৃন্দ। ২১ আগস্ট, বুধবার বিকাল সাড়ে ৫ টায় চট্টগ্রাম সার্কিট হাউসে সমিতির কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ এ সৌজন্য সাক্ষাৎ করেন। এতে উপস্থিত ছিলেন প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতির সভাপতি জামাল মোস্তফা চৌধুরী, সমিতির জীবন সদস্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রফেসর ড. মোহাম্মদ মুহিবউল্যাহ ছিদ্দিকী, সমিতির জীবন সদস্য ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রাক্তন সভাপতি প্রফেসর ড. মুহাম্মদ সাখাওয়াত হুসাইন, সমিতির প্রাক্তন সভাপতি ও বর্তমানে নির্বাহী সদস্য মুহাম্মদ শওকত আলী নূর, প্রাক্তন সভাপতি ও বর্তমানে নির্বাহী সদস্য মুহাম্মদ শামসুল আলম, প্রাক্তন সাধারণ সম্পাদক ও বর্তমানে নির্বাহী সদস্য আহমদ ইমরানুল আজিজ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান সেলিম, পৃষ্ঠপোষক ও নির্বাহী সদস্য মো. হারুনুর রশিদ, জীবন সদস্য ও ইসলামিক ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় পরিচালক আবু আহসান মোহাম্মদ বোরহান উদ্দিন, সমিতির যুগ্ম সম্পাদক মো. ওমর ফারুক হোসাইনী, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোহাম্মদ শাহজাহান, দফতর সম্পাদক মুহাম্মদ নুরুল বশর রাসেল ও সমাজসেবা সম্পাদক মুহাম্মদ আইয়ুব আলী। সাক্ষাতকালে সমিতির নেতৃবৃন্দ নবনিযুক্ত ধর্ম উপদেষ্টাকে আন্তরিক শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানান। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের গর্বিত অ্যালামনাই হিসেবে সকলে তাঁর সফলতা কামনা করেন। এছাড়া ছাত্র- জনতার গণঅভ্যুত্থানে ত্যাগের বিনিময়ে প্রাপ্ত নতুন বাংলাদেশ গড়ায় সংগ্রামে রাষ্ট্রীয় দায়িত্ব পালনে তাঁর সফলতা কামনা করেন। পরবর্তীতে সুবিধাজনক সময়ে প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতির জীবন সদস্য ও বিভাগের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের সাথে মতবিনিময় করার আমন্ত্রণ গ্রহণ করেন। তিনি সমিতির নেতৃবৃন্দকে দেখা করতে আসায় ধন্যবাদ জানান এবং সবাইকে দেশ ও জনগণের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।