পাসপোর্ট পেতে আবেদনকারীকে পদে পদে হয়রানি ও ঘুষ লেনদেন করতে হয় এমন অভিযোগ দীর্ঘদিনের। বিশেষ করে পাসপোর্টের ভেরিফিকেশনের সময় টাকা দেওয়া যেন বাধ্যতামূলক হয়ে গেছে! মাঠ পর্যায়ের অনেক পুলিশ সদস্যের বিরুদ্ধে এই ঘুষ নেওয়ার অভিযোগ আছে। তবে পুলিশ বিভাগ থেকে পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য টাকা চাইলে তাদের বিরুদ্ধে অভিযোগ করতে ভুক্তভোগীদের পরামর্শ দেওয়া হয়েছে।
সবাইকে ঘুষ চাইলে তা না দেওয়ার পরামর্শ দিয়ে নির্ধারিত নম্বরে ফোন করার জন্য বলা হয়েছে।
বাংলাদেশ পুলিশের ভেরিফায়েড ফেসবুক পেজে বাহিনীটির স্পেশাল ব্রাঞ্চের পক্ষ থেকে বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুরে এক পোস্টে এই পরামর্শ দেওয়া হয়েছে।
এতে বলা হয়েছে, সম্মানিত পাসপোর্ট আবেদনকারীগণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে একটি প্রতারক চক্র পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য পুলিশ পরিচয়ে বিকাশ/নগদ/রকেটে পাসপোর্ট আবেদনকারীর নিকট টাকা দাবি করছে। অনেক পাসপোর্ট আবেদনকারী দ্রুত ভেরিফিকেশন সম্পন্ন করার আশ্বাসে আশ্বস্ত হয়ে টাকা প্রদান করে প্রতারিত হচ্ছেন। পাসপোর্ট ভেরিফিকেশন সংক্রান্তে যে কোনও প্রকার আর্থিক লেনদেন হতে বিরত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে।
এতে আরও বলা হয়েছে, পাসপোর্ট ভেরিফিকেশন সংক্রান্ত কোনও অভিযোগ থাকলে ‘Hello SB’ অ্যাপসের মাধ্যমে অথবা মোবাইল নম্বর ০১৩২০০০৫৯২১ বা ০১৩২০০০৫৯২২ বা ০১৩২০০০৫৩৯৩ বা ০১৩২০০০৬৩৭৮-এ জানানোর জন্য অনুরোধ করা হচ্ছে।