চট্টগ্রাম কর আইনজীবী সমিতির আয়কর পরিপত্র বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

চট্টগ্রাম কর আইনজীবী সমিতির উদ্যোগে আয়কর পরিপত্র ২০২৪- ২০২৫ বিষয়ক কর্মশালা আজ মঙ্গলবার ২০ শে আগষ্ট দুপুর সাড়ে ১১ টায় সমিতির সভাপতি আলহাজ্ব মোঃ আবু তাহেরের সভাপতিত্বে সমিতির ১নং মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে মুখ্য আলোচক ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (পিআরএল ভোগরত) মোঃ ইকবাল হোসেন। এতে স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম কর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মোঃ বাকাউল্লা চৌধুরী ইরান।

এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম কর আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. আলহাজ্ব আবদুল ওয়াহাব, আবদুল মালেক, এড. মোঃ ইলিয়াস, আলহাজ্ব মোঃ মুসা, এড. মোঃ ওমর ফারুক, মোস্তাফা কামাল মনসুর, এড.নিতাই চন্দ্র দাশ, আলহাজ্ব মোঃ নুর হোসেন, বর্তমান সহ সভাপতি এহতেশামুল আলম চৌধুরী পাপ্পু প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন চট্টগ্রাম কর আইনজীবী সমিতির যুগ্ম সম্পাদক চৌধুরী খালিদ বিন সরওয়ার জনী। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলওয়াত করেন কর আইনজীবী নুরুল আমিন, গীতাপাঠ করেন রিংকু দত্ত, ত্রিপিটক পাঠ করেন বীতাসোক বড়ুয়া। সভার মুখ্য আলোচক তার বক্তব্যে আয়কর পরিপত্র ২০২৪ – ২০২৫ বিষয়ে বিভিন্ন তাৎপর্যপুর্ণ ব্যাখা বিশ্লেষণ করেন এবং বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন।