সম্মিলিত কর আইনজীবী সমন্বয় পরিষদ চট্টগ্রামের উদ্যোগে আয়কর পরিপত্র ২০২৪-২০২৫ বিষয়ক কর্মশালা আজ ১৯ আগষ্ট বিকেলে সংগঠনের সভাপতি এড. জয়নাল আবেদীনের সভাপতিত্বে নগরীর একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। এতে মুখ্য আলোচক ছিলেন চট্টগ্রাম কর আইনজীবী সমিতির সাবেক সভাপতি আলহাজ্ব এ. কে. এম. জয়নাল আবেদীন।
এতে অতিথি হিসেবে উপস্থিহত ছিলেন চট্টগ্রাম কর আইনজীবী সমিতির সাবেক সভাপতি আলহাজ্ব মোঃ ইউনুস, মোঃ ইদ্রিস, কাজী মহসিন চৌধুরী, আবদুল ওহাব, আলহাজ্ব মোঃ আখতার উদ্দীন, আলহাজ্ব আবদুল মালেক, এড. ইলিয়াস, আলহাজ্ব মোঃ এনায়েত উল্লাহ, আলহাজ্ব মোঃ নুর হোসেন, সাবেক সাধারণ সম্পাদক এড. সালাউদ্দীন চৌধুরী শাহীন, শওকতুল আলম, আনিসুর রহমান, এড. ফিরোজ ইফতেখার, সাবেক সহ সভাপতি তপন কান্তি দত্ত, সিনিয়র কর আইনজীবী রহুল আমিন, সম্মিলিত কর আইনজীবী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক হাসান মিয়া প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সম্মিলিত কর আইনজীবী সমন্বয় পরিষদ চট্টগ্রামের যুগ্ন সম্পাদক এড.সৈয়দ ইফতেখার উদ্দীন রাসেল। সভার শুরুতে কোরআন তেলওয়াত করেন এড. মোঃ শাহাদাত হোসেন, গীতা পাঠ করেন সুমন কান্তি দত্ত, ত্রিপিটক পাঠ করেন বুলবুল বড়ুয়া। সভায় মুখ্য আলোচক কে. এম. জয়নাল আবেদীন আয়কর পরিপত্র ২০২৪-২০২৫ বিষয়ক বিভিন্ন বিষয়ে ব্যাপক আলোচনা করেন এবং উপস্থিত সদস্যদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন।