জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের সমন্বিত ভর্তি কার্যক্রমের তৃতীয় পর্যায়ে এবং বিশেষায়িত বিভাগসমূহের দ্বিতীয় পর্যায়ে বিষয়প্রাপ্ত শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম শুরু হচ্ছে।
আজ সোমবার ও আগামীকাল মঙ্গলবার অনলাইনে টাকা জমা দিয়ে প্রাথমিক ভর্তি নিশ্চিত করতে হবে। গতকাল রবিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (রুটিন দায়িত্ব) মোহাম্মদ জাহিদ আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, জবি স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষে এ, বি ও সি ইউনিটে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের সমন্বিত ভর্তি কার্যক্রমের তৃতীয় পর্যায়ে এবং বিশেষায়িত বিভাগসমূহের দ্বিতীয় পর্যায়ে বিষয়প্রাপ্ত শিক্ষার্থীদের আজ দুপুর ১২টা থেকে কাল রাত ১২টা পর্যন্ত অনলাইনে পাঁচ হাজার টাকা জমা দিয়ে প্রাথমিকভাবে ভর্তি হতে হবে।
পরে দাপ্তরিক ও একাডেমিক কার্যক্রম স্বাভাবিক হলে প্রাথমিকভাবে ভর্তি হওয়া শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের নির্দেশনা অনুযায়ী সংশ্লিষ্ট ডিন অফিসে এসে ভর্তি ফি জমার একনলেজমেন্ট স্লিপ দেখিয়ে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নম্বরপত্র জমা দিয়ে রিসিপ্ট ফর সাবমিটেড অরিজিনাল ডকুমেন্টস সংগ্রহ করে প্রাথমিক ভর্তি নিশ্চিত করতে হবে।