স্টাফ রিপোর্টার : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর এবং আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপ কমিটির সদস্য প্রফেসর ড. সেলিনা আখতার এর পদত্যাগের দাবি জানিয়েছে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক ও বৈষম্যে বিরোধী ছাত্র-জনতা।
রাবিপ্রবির শিক্ষকরা জানান, আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপ কমিটির সদস্য এবং রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সেলিনা আখতার এবং তাঁর স্বামী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক রুহুল আমিন, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরিচালনায় সীমাহীন দুর্নীতি, প্রত্যেক কমিটিতে নিজের পছন্দের লোক রাখা, ভিসির স্বামীর মতামত শিক্ষকদের উপর জোরপূর্বক চাপিয়ে দেওয়া, পক্ষপাতিত্ব করা, বিধি মোতাবেক প্রশাসনিক কাজ করতে বাঁধা প্রদান, শিক্ষকদের প্রতি কটু কথা, বাজে আচরণ, অযথা হয়রানী ও হুমকি দেয়া, খণ্ডকালীন শিক্ষক হিসেবে বিভিন্ন বিভাগীয় কোর্সসমূহ নিজের, নিজের স্বামীর ও নিজের পছন্দের মানুষকে দেয়ার জন্য চাপ প্রয়োগ করা, একাডেমিক কমিটির মতামত কে অগ্রাহ্য করে পরীক্ষা কমিটিতে বহিঃ সদস্য হিসেবে নিজের পছন্দের লোক রাখার জন্য চাপ প্রয়োগ করা এবং নিয়মবহির্ভূত ভাবে বিভিন্ন প্রশাসনিক ও একাডেমিক কাজে অযথা হস্তক্ষেপ করে সকল শিক্ষকদের মাঝে চরম দ্বন্দ্ব ও বিভেদ তৈরি করেছেন।
ভিসি ড. সেলিনা আখতারের বিরুদ্ধে অতিমাত্রায় দলীয় করণের অভিযোগের পরিপ্রেক্ষিতে আজ রবিবার ১৮ আগষ্ট-২০২৪ সন্ধ্যা ৬টার মধ্যে ভাইস চ্যান্সেলর এবং রাবিপ্রবি স্থাপন শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালক এর পদ থেকে পদত্যাগের আহবান জানিয়ে সময় নির্ধারন করে দেন শিক্ষকরা। আওয়ামীলীগ নেতা ভিসি ড. সেলিনা আখতার এর পদত্যাগ না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে বলে ঘোষণা দেন রাবিপ্রবির শিক্ষকবৃন্দ। সন্ধ্যা ৭টা পর্যন্ত ভিসি ড. সেলিনা আখতার পদত্যাগ না করে আওয়ামীলীগের পলাতক নেতা-কর্মিদের সাথে যোগাযোগ করে তার গদি রক্ষার চেষ্টা করছেন বলে অভিযোগ উঠেছে।
নাম প্রকাশ না করা শর্তে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক জানান, ভিসি ড. সেলিনা আখতার কিছু রাজনৈতিক দলের ছাত্র সংগঠন ও স্থানীয় মৌলবাদী সংগঠনের গুটিকয়েক ছাত্র সংগঠনকে টাকার বিনিময়ে ম্যানেজ করে পাহাড়ি-বাঙ্গালীর বিভেদ সৃষ্টি করে আওয়ামীলীগ নেতা ড. সেলিনা আখতার রাবিপ্রবির ভিসি পদ থেকে পদত্যাগে গরিমসি করে সময় ক্ষেপণ করছে।
জানা গেছে, ভিসি ড. সেলিনা আখতার আওয়ামী লীগের রাজনীতির সাথে সরাসরি জড়িত। তিনি আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপ কমিটির সদস্য রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তিনি দলীয় প্রভাব খাটাতেন বলে অভিযোগ ছাত্রদের।
এবিষয়ে কথা বলতে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর এবং আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপ কমিটির সদস্য প্রফেসর ড. সেলিনা আখতার বক্তব্য জানতে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।