রসুই ঘরে মাছির উপদ্রব কমাবেন যেসব উপায়ে

বর্ষাকাল মানেই মাছির উপদ্রব বাড়ে রান্নাঘরে। ছোঁয়াচে রোগ জাঁকিয়ে বসার আদর্শ সময় বর্ষাকাল। আর এই কারণেই বর্ষায় অতিরিক্ত সতর্কতা নেওয়া জরুরি। মাছি খাবারে বসলে পেটের রোগের পাশাপাশি বিষক্রিয়াও হতে পারে।
সুতরাং রান্নাঘরে মাছির প্রবেশ নিষিদ্ধ করতেই হবে। তাই জেনে নিন রান্নাঘর থেকে মাছি তাড়ানোর সহজ উপায়।
১) রান্নাঘরে ছোট পুদিনা পাতার গাছ লাগাতে পারেন। পুদিনা পাতার গন্ধে মাছি পালাবে রান্নাঘর ছেড়ে।
২) রান্নাঘরের কোনায় নিয়ম করে ভিনেগার স্প্রে করুন। ভিনেগার মাছির যম। এছাড়া ল্যাভেন্ডার বা লেবুর গন্ধযুক্ত এসেনশিয়াল অয়েল সপ্তাহে এক দিন স্প্রে করলেও মাছি আপনার রান্নাঘর থেকে দূরে থাকবে।
৩) দারুচিনির তাজা গন্ধেও রান্নাঘর থেকে মাছি দূরে থাকবে।
রান্নাঘরের জানালায় দুই টুকরো দারুচিনি রাখুন। জানালা থেকেই বিদায় নিতে হবে তাকে।
৪) লবঙ্গের গন্ধও মাছি সহ্য করতে পারে না। লবঙ্গ ছড়িয়ে রাখলেও কাজ হতে পারে।
৫) মাছি তাড়ানোর সব থেকে ভালো উপায় হচ্ছে প্রতিদিন সন্ধ্যায় ধুনো জ্বালানো।
ধুনোর গন্ধে সব পোকামাকড়ই পালিয়ে যায়। আরো ভালো ফল পেতে ধুনোয় কর্পূরও দিতে পারেন।