চট্টগ্রামে পৌছালো প্রথম ফিরতি হজ ফ্লাইট

নিজস্ব প্রতিবেদক:: ৩৮৮ জন হাজি পবিত্র হজব্রত পালন শেষে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌছান।

বৃহস্পতিবার (২৭ জুন) সকাল ১০টা ৫৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ফিরতি হজ (BG136) ফ্লাইটটি হাজিদের নিয়ে চট্টগ্রামে অবতরণ করে।

বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তাসলিম আহমেদ সম্মানিত হাজিদের ফুলেল শুভেচ্ছার মাধ্যমে অভ্যর্থনা জানান। এ সময় সিএএবির কর্মকর্তাবৃন্দসহ ডিজিএফআই, এনএসআই, কাস্টমস, বাংলাদেশ বিমানসহ বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকোশলী ইব্রাহীম খলিল জানান এ বছর সর্বশেষ ৯ জুন পর্যন্ত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২২টি ৫ হাজার ৬২০ জন পবিত্র হজব্রত পালনের উদ্দেশ্যে সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন। আর আজ প্রথম ফিরতি ফ্লাইটে ৩৮৮ জন হাজি যথা সময়ে চট্টগ্রাম এসে পৌছান, এবং হজ্ব সেবায় সবকিছু সুন্দর ভাবে বিমানবন্দর কর্তৃপক্ষ সম্পন্ন করেন।