কাপ্তাইয়ে উদ্ধার করা পান কৌড়ি রাঙ্গুনিয়া ইকোপার্কে হস্তান্তর

মোঃ নজরুল ইসলাম লাভলুু, কাপ্তাই (রাঙামাটি)।
কাপ্তাই রেঞ্জের বিএফআইডি‌সি শিল্প এলাকা থেকে উদ্বারকৃত ১২টি পান কৌ‌ড়ি চট্টগ্রামের রাঙ্গুনিয়া ইকোপার্কে হস্তান্তর করেছে বনবিভাগ। শনিবার (১৫ জুন) সকালে পানকৌড়ি গুলো কাপ্তাই রেঞ্জ অফিসার এএসএম মহিউদ্দিন চৌধুরীর উপস্থিতিতে রাঙ্গুনিয়া ইকোপার্কে হস্তান্তর করা হয়।
বিষয়টি নিশ্চিত করে কাপ্তাই রেঞ্জ অফিসার জানান, বন্যপ্রাণী সুরক্ষায় বনবিভাগ সর্বদা বদ্ধপরিকর। এরই প্রেক্ষিতে গত শুক্রবার(১৪ জুন) কাপ্তাই রেঞ্জ থেকে উদ্ধার হওয়া ১২টি পানকৌড়ি ওইদিন পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা জাহিদুর রহমান মিয়ার নির্দেশনায় রাঙ্গুনিয়া ইকোপার্কে হস্তান্তর করা হয়। হস্তান্তরকালীন সময়ে কাপ্তাই প্রেস ক্লাবের সাবেক সভাপতি কবির হোসেন সহ রাঙ্গুনিয়া ইকোপার্কের কর্মকর্তা ও বনবিভাগের সদস্যরা উপস্থিত ছিলেন।