সাংবাদিক নাজমুল আলিম সাদেকীর পিতার ইন্তেকালে সিইউজের শোক

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে এর সদস্য এবং মাছরাঙা টেলিভিশনের ব্যুরো প্রধান নাজমুল আলিম সাদেকীর পিতা মাওলানা মো. বাকি বিল্লাহ’র ইন্তেকালে শোক প্রকাশ করেছে সিইউজে।
সংগঠনের সভাপতি তপন চক্রবর্তী ও সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম এক বিবৃতিতে মো. বাকি বিল্লাহ’র ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
বৃহস্পতিবার দুপুরে মিরসরাই উপজেলার বড়তাকিয়া গ্রামের বাড়িতে ছাদ থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন মো. বাকি বিল্লাহ। তাঁকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে বিকেল সাড়ে ৩টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন এবং গুণগ্রাহী রেখে যান।