কাপ্তাই সেনা জোনের বিনা মূল্যে চিকিৎসা সেবা প্রদান

কাপ্তাই(রাঙামাটি) প্রতিনিধি
কাপ্তাই সেনা জোনের (অটল ছাপ্পান্ন) উদ্যোগে স্থানীয় গরীব ও অসহায়দের মাঝে বিনা মূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। বুধবার(১২ জুন) জোন সদরস্থ নব নির্মিত এমআই রুমে এই চিকিৎসা সেবা কার্যক্রম পরিচালিত হয়। এসময় কাপ্তাই সেনা জোনের ভারপ্রাপ্ত জোন কমান্ডার মেজব ফয়েজ আহমদ, পিএসসি উপস্থিত ছিলেন।
কাপ্তাই সেনা জোনের মেডিকেল অফিসার(আরএমও) ক্যাপ্টেন জামিল মোঃ আশিক রিয়াদের নেতৃত্বে একটি মেডিকেল টিম স্থানীয় গরীব ও অসহায় ৬০-৭০ জন অসুস্থ রোগীদের চিকিৎসা সেবা সহ বিনা মূল্যে ওষুধ প্রদান করা হয়। এসময় সেনা জোনের ভারপ্রাপ্ত জোন কমান্ডার বলেন, কাপ্তাই সেনা জোনের(অটল ছাপ্পান্ন) পক্ষ থেকে স্থানীয় গরীব ও অসহায়দের চিকিৎসা প্রদান কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে।