
কবি নজরুল ইসলামের ১২৫ তম জন্ম বার্ষিকীতে বক্তারা বলেছেন, প্রাচীন এই চট্টগ্রামে কবি তিন বারের অধিকবার এসেছেন। চট্টগ্রাম নিয়ে তিনি লিখেছেন।চট্টগ্রাম ভ্রমণ করে এ অঞ্চলের মাটি ও মানুষের সাথে মিশেছেন। পতেঙ্গা কর্ণফুলী নদী নৌকা ভ্রমণ করেছেন। চট্টগ্রাম আন্দরকিল্লা শাহী জামে মসজিদে কবিকে মুসলিম এডুকেশন ও চট্টগ্রামের মুসলিম নাগরিক সমাজ তাঁকে সংবর্ধনা দিয়েছিলেন। এই সভায় কবি লিখিত ভাষনে চট্টগ্রাম শহরকে মদিনা পরবর্তি মর্যাদাপুর্ন ইসলামীক কালসারাল শহরে পরিনত হবে বলে অভিমত প্রকাশ করেছিলেন। সভায় বক্তারা নতুন প্রজন্মকে নজরুল চর্চায় উৎসাহ প্রদানে দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে নজরুল সাহিত্য চর্চায় এগিয়ে নিতে আহবান জনান। সভায় বক্তারা চট্টগ্রামে নজরুল স্মৃতি সংরক্ষণ করার আহবান জানান। সিডিএর সামনে থেকে ফিরিঙ্গি বাজার হতে কর্ণফুলী নদী পর্যন্ত রোড়টি কবি নজরুল সড়ক নামে আছে। সেই নজরুল সড়কটিতে একটি নজরুলের ম্যুরাল স্থাপনের দাবী জানান।