বিভিন্নস্থানে ত্রাণ বিতরণ

রাউজানের গহিরায় প্রধান মন্ত্রীর প্রদত্ত চাউল বিতরন
শফিউল আলম, রাউজান প্রতিনিধিঃ রাউজানের গহিরা প্রধান মন্ত্রীর প্রদত্ত চাউল বিতরন করা হয়। গতকাল ২০ ্এপ্রিল সোমবার সকালে গহিরা ইউনিয়নের দলই নগর দৌলত দিঘি সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রধান মন্ত্রী শেখ হাসিনার প্রদত্ত চাউল হৃত দরিদ্র কর্মহীন পরিবারের সদস্যদের মধ্যে বিতরন করেন রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ । এসময়ে আরো উপস্থিত ছিলেন রাউজান উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী রহমত উল্ল্রাহ, গহিরা ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আবছার বাশি রাউজানের গহিরা ইউনিয়নের ২শত জন কর্মহীন হৃত দরিদ্র পরিবারেরর সদস্যদের প্রতি জনকে ১০ কেজি করে ২ মেট্রিক টন চাউল বিতরন করা হয় ।
ছবির ক্যাপশনঃ রাউজানের কর্মহীন হৃত দরিদ্র পরিবারের সদস্যদের মধ্যে ফারাজ করিম চৌধুরীর গঠিত ত্রান তহবিল থেকে সব্জি ও মাছ বিতরন করছেন প্যনেল মেয়র জমির উদ্দিন পারভেজ

কর্মহীন হৃত দরিদ্র পরিবারের সদস্যদের মধ্যে ফারাজ করিম চৌধুরীর গঠিত ত্রান তহবিল থেকে সব্জি ও মাছ বিতরন কর্মকান্ড অব্যাহত
তরুন আওয়ামী লীগ নেতা ফারাজ করিম চৌধুরীর গঠিত ত্রান তহবিল থেকে চাউল, ডাল, পেয়াজ, আলু, তৈল, সব্জি মাছ বিতরন কর্মসুচি অব্যাহত রয়েছে । গতকাল ২০ ্এপ্রিল সোমবার দুপুরে ভ্যান রিক্সা ভর্তি করে রাউজানের কদলপুর, নোয়াপাড়া, বাগোয়ান ইউনিয়নের বিভিন্ন এলাকায় সব্জি ও মাছ বিতরন করা হয় । হৃত দরিদ্র পরিবারের সদস্যদের মধ্যে মাছ ও সব্জি বিতরন করেন রাউজান পৌরসভার প্যনেল মেয়র জমির উদ্দিন পারভেজ, রাউজান উপজেলা যুবলীগ নেতা দিপলু দে, সেন্ট্রাল বয়েজ অব রাউজানের সভাপতি সাইদুল ইসলাম, সাধারন সম্পাদক ইমতিয়াজ জামাল নকিব ।

শোভানিয়া ক্লাব কর্তৃক ইফতার সামগ্রী বিতরণ
মাদারবাড়ি শোভানিয়া ক্লাব কতৃক পবিএ মাহে রমজান উপলক্ষে ২৫০ জন নিম্নজীবীদের মাঝে চাউল,চনা,তেল,চিনি,মশুর ডাল,চিনি, পিয়াজ,আলু ও সাবান ইত্যাদি সামগ্রী বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদরঘাট থানা অফিসার ইর্নচাজ এস,এম,ফজলে রহমান ফারুকী, ক্লবের সভাপতি শাহাআলম, সাধারণ সম্পাদক শফিকুল আলম জুয়েল, মোঃ আলমগীর, মোশাররফ হোসেন লিটন, তারেক হাসান টুটুল, নুর জাহেদ বাবলু আরাফাত,নয়ন, শাহেদ, অভি, মারুফ, ইমন, আসফি, জনি,মিঠু, আরমান, হোসেন ইমন উপস্থিত ছিলেন, এসময় মেয়র বলেন রমজান হচ্ছে আত্মশুদ্ধি ও আত্মসংযমের মাস। এ মাসে যারা বিওশালী আছেন তাঁদের উপর যাকাত ফরজ। এই যাকাতের টাকা অসহায় ও অসচ্ছলদের মাঝে বিতরণ করার জন্য সমাজের বিওশালীদের প্রতি আহবান জানান মেয়র।
বাকলিয়া থানার উদ্যোগে ১২০০ পরিবারের মাঝে খাদ্য সমাগ্রী বিতরণ
করোনার প্রদুর্ভাবে বেকার হয়ে পড়া দিন মজুর, অসহায় দরিদ্র মানুষের সাহয্যার্থে বাকলিয়া থানার উদ্যোগে প্রায় ১২০০ পরিবারের মাঝে খাদ্য সমাগ্রী বিতরণ করা হয়। বাকলিয়া থানার ওসি নেজাম উদ্দিন বলেন মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে সামাজিক দুরত্ব বজায় রেখে ডোর টু ডোর চাল, ডাল, আলু, পেঁয়াজ ভোজ্য তেলসহ প্রভৃতি ভোগ্য পণ্য বিতরন করা হয়েছে। করোনা ভাইরাসের কারণে উপার্জন বন্ধ থাকায় অসহায় হয়ে পড়া পরিবারের কাছে খাদ্য সামগ্রী বিতরণের কাজ শুরু করেছি। আমরা আমার এলাকার অসহায় মানুষদের সাহস
জোগাতে কাজ করছি। আপনি কিংবা আপনারাও আপনার বাড়ির পাশের অন্তত একটি অসহায় পরিবারকে বলুন না, ‘ভয় নেই’ আপনি আছেন তার পাশে। এমন বৈশ্বিক মহাবিপদে
কাউকে সাহায্য নয়, অসহায়দের পাশে দাঁড়ানোই আমাদের দায়িত্ব। আমরা কয়েকটি টিম ভাগ করে প্রতিদিন খাদ্য সমগ্রী বিতরণ করছি। এছাড়া সামাজিক দূরত্ব বজায় রাখা, জনসমাগম এড়িয়ে চলা, মাস্ক ব্যবহার করাসহ করোনাভাইরাসের বিষয়ে মানুষকে সচেতন করে তুলতে মাঠে কাজ করছে বাকলিয়া থানা পুলিশ। এদিকে বাকলিয়া থানার বাকলিয়ার বেরা কলোনি, মিন্টু কলোনি, নূর সওদাগর কলোনি, ইসলাম কলোনি, মান্নান কলোনি, আলম ২, ৩, ৪, ৫ কলোনি, মমতাজ কলোনি, প্রফেসর কলোনি, পিয়ারু কলোনি, আবদুস শুক্কুর কলোনি, কামাল কলোনি, কবির আহমদ কলোনি, সুহেল কলোনি, সুলতানা সওদাগর বাড়ী, লিজা কলোনি, ডেইজি কলোনি, রহমান কলোনি, আলম কলোনি, মামুন কলোনি, বেবি কলোনী, উকিল কলেনি, কাসেম কলেনি ফারুক কলোনি, মুনির সওদাগর কলোনি সহ হাজি আবদুল নুর কলোনিতে গতরাতে ত্রাণ, সামগ্রী বিতরণ করা হয়।

পতেঙ্গায় ভারটেক্সর উদ্যোগে ত্রাণ
নগরীর পতেঙ্গা মডেল থানা মাধ্যমে ”করোনা ভাইরাস” সচেতনতায় এবং লকডাউনে ঘরবন্ধি মানুষের সাহায্যর্থে ভারটেক্স গ্রুপের উদ্যোগে কর্মহীন অসহায়-পরিবারের মাঝে খাবার সামগ্রী বিতরণ ৩য় দফায় ১৯এপ্রিল রোববার দিনব্যাপি ডিপো ভারটেক্স কন্টেইনার ডিপো প্রাঙ্গনে শুরু হয়ে পতেঙ্গার পূর্বকাটগরস্থ ১ও২নং হিন্দুপাড়া গলি,মাইজপাড়া,কাটগরবাজার এলাকা এবং পুরাতন কন্ট্রোল মোড়,ডেইল পাড়া-নাজির পাড়া সহ ৪০নং ওয়ার্ডের আংশিক এলাকার প্রায় সাড়ে ৩শত পরিবার কে আগামী১২-১৫দিনের খাবার প্রদান করে।
সামাজিক ও শাররিক দূরত্ব বজায় রেখে এই কার্যক্রমে আরো সার্বিক উপস্থিত ছিলেন-পতেঙ্গা মডেল থানার ওসি তদন্ত মোঃ হারুন উর রশিদ,সেকেন্ড অফিসার মোঃ জসিম উদ্দিন,ভারটেক্স গ্রুফের অপারেশন মার্কেটিং ম্যানেজার মোঃ মোয়াজ্জেম হোসেন বাবু,সিনিয়র অপারেশ ম্যানেজার মোঃ নুরুল হক, সিকিউরিটি ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম শফিক,স্থানীয় সমাজসেবী-সংগঠক মোঃ নেছার উদ্দিন সহ গন্যমান্য ব্যক্তিবর্গ।
খবর নিয়ে জানা গেছে, ভারটেক্স গ্রুফ থেকে পাওয়া নিত্যপণ্য গুলো পতেঙ্গা এলাকার স্থায়ী বাসিন্দা ও অভাবী-দুস্থদের বিলি বন্টন থানা পুলিশের উপস্থিতিতে সামাজিক ও শাররিক দূরত্ব বজায় রেখে করছেন বলে ওসি তদন্ত হারুন উর রশিদ অবগত করেন।
এই নিয়ে ভারটেক্স গ্রুফ শিল্প এলাকা সহ আশ-পাশের প্রায় ৩৫০০( সাড়ে তিন হাজার)পরিবারের কাছে ঘরে ঘরে বিশেষ ব্যবস্থায় ত্রাণ সামগ্রী পৌচ্ছে দিচ্ছেন।আগামীতে এই প্রতিষ্ঠান সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে অসহায়দের পাশে থাকবেন বলে প্রেস বার্তায় জানিয়েছেন।

নূরুর রহমান-নূর জাহান ফাউন্ডেশনের পক্ষ থেকে ১১০০ পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ

করোনাভাইরাসের নেতিবাচক প্রভাব এখন বিশ্বজুড়ে। দেশের খেটে খাওয়া মানুষদের জন্য কঠিন সময়। তাদের আয়ের উৎস এখন বন্ধ। করোনার প্রভাবে শ্রমজীবী হতদরিদ্র মানুষেরা আজ অনাহারে অর্ধাহারে দিনাতিপাত করছে। তাই তাদেরকে আগে খাওয়াতে হবে। তাদেরকে বাচিয়ে রাখতে হবে। এমনি সময়ে অসহায় দুস্থ মানুষের কষ্ট লাগবে সামাজিক দায়বদ্ধতা থেকে আর্ত
মানবতার সেবায় নগরীর চাক্তাই আলহাজ্ব নূরুর রহমান-নূর জাহান ফাউন্ডেশন পক্ষ থেকে পর্যায়ক্রমে ১১০০ পরিবারের কাছে খাদ্যসামগ্রী পৌছে দেওয়া হয়। এই ফাউন্ডেশনটি ৩ ভাই, ৪ বোনের পরিবারের নিজস্ব অর্থায়নে পরিচালিত হয়। তারা বিভিন্ন দুর্যোগ মূহুর্তে সমাজের অসহায় হতদরিদ্র মানুষকে সহায়তা করে থাকে। তাছাড়া সামাজিক ও ধর্মীয় বিষয়েও এই ফাউন্ডেশনের পক্ষ থেকে নানামুখী কর্মকান্ড চালানো হয়। আজ ২০ এপ্রিল সোমবার দুপুরে চাক্তাই হাজী আমিনুর রহমান সড়কস্থ নূরুর রহমান – নূর জাহান ফাউন্ডেশন কার্যালয় থেকে দিনমজুর, হতদরিদ্র মানুষের মাঝে চাল, ডাল, আলু, পিয়াজ, তেল, চনাসহ নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরন করা হয়। তাছাড়া পরিস্থিতির শিকার ৩০০ মধ্যবিত্ত পরিবারের কাছে
চালের বস্তা ও খাদ্যসামগ্রী ঘরে ঘরে পৌছে দেওয়া হয়।

খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন নূরুর রহমান-নূর জাহান ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ও চট্টগ্রাম উমেন চেম্বারের পরিচালক নারী উদ্যোগতা নূুর আক্তার জাহান, ফাউন্ডেশনের চেয়ারম্যান আফতাবুর রহমান শাহিন, নির্বাহী পরিচালক শিল্পপতি লায়ন আরশাদুর রহমান, পরিচালক নূর শামসাদ জাহান, পরিচালক লায়ন মঈনউদ্দীন নূুর তারেক, পরিচালক নূর নিশাদ জাহান, সদস্য আলী বশির নূর, আলী সাদমান নূুর প্রমূখ।


আর্তের সেবায় খাদ্য সহায়তা, আর্থিক অনুদান, পূূণর্বাসন ও চিকিৎসা সেবায় এগিয়ে আসা ইমানী দায়িত্ব : ডাঃ শেখ শফিউল আজম
করোনাভাইরাসের প্রকোপে নিম্নবিত্ত ও খেটে খাওয়া মানুষ তো বটেই, মধ্যবিত্তরাও অনেকটা বিপর্যয়ের মুখে। নিজের সম্মান ও আত্মমর্যাদার কারণে কারো কাছে মুখ খুলেন না। সারাবিশ্বের ন্যায় আমাদের দেশেও নিম্ম আয়ের শ্রমজীবী মানুষগুলো যখন বিপদাপন্ন, তখন সমাজের বিত্তবান ব্যক্তিদের দুর্দশাগ্রস্ত সেই সব মানুষের পাশে দাড়াঁনো আবশ্যক। সাম্প্রতিক মহা দুর্যোগে অসহায় ক্ষুধার্ত কিছু মানুষকে খাদ্য সহায়তা দিয়ে ঠিক তেমনি এগিয়ে আসেন যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের সিনিয়র যুব সদস্যবৃন্দ।
যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের প্রাক্তন সাংগঠনিক বিভাগীয় প্রধান ও সিনিয়র যুব সদস্য শাহদাত হোসেন রুমেল, আলহাজ্ব নিজামুল আলম খাঁন, সাইফুল কাদের বিদ্যুৎ, মোঃ আলী হায়দার সাইমন-এর আর্থিক সহযোগিতায় যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের যুব প্রধান ইসমাইল হক চৌধুরী ফয়সালের সক্রিয় সহযোগিতায় এবং জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতালের চীফ এডমিন অফিসার আশরাফ উদ্দৌলা সুজন এর সার্বিক তত্ত্বাবধাণে ২০ এপ্রিল সোমবার দুপুর ২ ঘটিকায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ম্যানেজিং বোর্ড সদস্য ও চট্টগ্রাম জেলা ইউনিটের ভাইস চেয়ারম্যান ডা. শেখ শফিউল আজমের উপস্থিতিতে জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতালের সেবা প্রদানকারী আয়া ও মাসীদের ৫০ টি পরিবারকে উপহার স্বরূপ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। উক্ত সামগ্রী বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট চট্টগ্রাম সিটি ইউনিটের কার্যকরী পর্ষদ সদস্য মহসিন উদ্দিন চৌধুরী ফয়সাল, জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতালের অফিসার ইনচার্জ মো. মোস্তাফিজুর রহমান, জেলা ইউনিটের ইউনিটের ইউনিট লেভেল অফিসার আবদুর রশিদ খান, সিটি ইউনিটের ইউনিট লেভেল অফিসার মুহাম্মদ ইয়াহইয়া বখতিয়ার ও যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের কার্যকরী পর্ষদ সদস্যসহ যুব স্বেচ্ছাসেবকরা। উপহার সামগ্রীর মধ্যে ছিল চাউল, চনার ডাল, লবণ, আলু, পেঁয়াজ, সয়াবিন তৈল ও অন্যান্য নিত্য প্রয়োজনীয় দ্রব্য।
এসময় ডা: শেখ শফিউল আজম বলেন, করোনাভাইরাস প্রকোপ দেখা দেওয়ার পর থেকেই নানাভাবে চিকিৎসা ও খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে। সংকট চলাকালীন রেড ক্রিসেন্ট চট্টগ্রামের এসব কার্যক্রম অব্যাহত থাকবে। আর্তের সেবায় খাদ্য সহায়তা, আর্থিক অনুদান, পূূণর্বাসন ও চিকিৎসা সেবায় এগিয়ে আসা ইমানী দায়িত্ব। যুব স্বেচ্ছাসেবকরা প্রতিনিয়ত কোভিড-১৯ প্রতিরোধে মাঠে কাজ করে যাচ্ছে।