মাদক সেবীর হামলায় আহত ২

শফিউল আলম,রাউজান ঃমাদকের নেশায় আসক্ত এক স্বামীর নির্যাতন এক মহিলাকে থেকে রক্ষা করতে এসে প্রতিবেশী। মহিলাকে রক্ষা করতে আসা প্রতিবেশীকে কুপিয়ে জখম কররো মাদক সেবী । রাউজান পৌরসভার ৩নং ওয়ার্ডের গহিরা ইমাম উদ্দিন কাজীর বাড়ীর বাসিন্দ্বা মৃত ইলিয়াছের পুত্র মোঃ মিজান (৩৩) একজন মাদক সেবী । প্রতিদিন মাদক সেবন করে । মাদকের নেশায় আসক্ত হয়ে প্রতিদিন রাতেই ঘরে গিয়ে তার স্ত্রী রোজী আকতার (৩২) কে মারধর করে। এনিয়ে একাধিকবার সালিসি বৈঠক হয় । সালিসি বৈঠকে রোজি আকতারের স্বামী মোঃ ইউছুফ প্রকাশ মিজান মাদক সেবন করবেনা ও রোজি আকতারের উপর আর নির্যাতন করবেনা বলে অঙ্গিকার করেন । মিজান তার দেওয়া অঙ্গিকার রক্ষা না করে মাদক সেবন তার স্ত্রী রোজি আকতারকে নির্যাতন করে আসছে । গত ১৪ এপ্রিল রবিবার দিবাগত রাত ১২ টার সময়ে মিজান মাদক সেবন করে তার ঘরে এসে তার স্ত্রী রোজি আকতারকে বেদম প্রহার করতে থাকে । এসময়ে রোজি আকতার শোর চিৎকার করলে প্রতিবেশী শফিউল আলম, মোঃ তারেক এগিয়ে এসে মাদক সেবী মিজানের হাত থেকে রোজি আকতারকে রক্ষা করে। মাদক সেবী মিজানের বেদম প্রহারে রোজি আকতার আহত হয় । রোজি আকতারকে আহতবস্থায় স্থানীয় লোকজন উদ্বার করে চিকিৎসার জন্য রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় । চিকিৎসা শেষে রোজি আকতার তার পিতার বাড়ী রাউজানের পশ্চিম কদলপুরে রয়েছে । এ ঘটনার জের ধরে গতকাল ১৬ এপ্রিল মঙ্গলবার সকাল ৯টার সময় রোজি আকতারকে নির্যাতন করার সময়ে তাকে মাদক সেবী মিজানের হাত থেকে রক্ষা কারী প্রতিবেশী শফিউল আলম(৬০) তার পুত্র ওমর ফারুক (২৩) কে অতর্কিতবাবে হামলা করে। দুজনকে গাছের লাঠি দিয়ে পিটিয়ে মারাত্বকভাবে আহত কর্ ে। ঘটনার পর পর শফিউল আলম,ও তার ওমার ফারুক রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা করে রাউজান থানায উপস্থিত হয়ে মিজানের বিরুদ্বে রাউজান থানায় অভিযোগ করেন । মাদক সেবী মিজানের স্ত্রী রোজি আকতার তার উপর নির্যাতনের বিষয়ে রাউজান থানায় অভিযোগ করেন । এ ব্যাপারে রাউজান থানার ওসি জহিদ হোসনকে ফোন করে জানতে চাইলে, ওসি জাহিদ হোসেন বলেন , এঘটনার বিষয়ে আমি খোজ নিয়ে দেখছি।