চবি কর্মচারীর হাতে ‌শিক্ষক লাউঞ্জ‌ের ম্যানাজার লাঞ্চিত

চট্টগ্রাম বিশ্ব‌বিদ্যাল‌য়ের (চ‌বি) শিক্ষকের লাউঞ্জ‌ে খাবার না দেওয়ায় ম্যা‌নেজা‌রকে লাঞ্চিত করার অ‌ভি‌যোগ উ‌ঠে‌ছে মো. ইব্রা‌হিম না‌মের এক কর্মচারীর বিরু‌দ্ধে। রোববার (২৮ জুলাই) দুপুর অাড়াইটার দি‌কে বিশ্ব‌বিদ্যাল‌য়ের সমাজবিজ্ঞান অনুষ‌দের শিক্ষকের লাউঞ্জে এ ঘটনা ঘ‌টে। অ‌ভিযুক্ত মো. ইব্রা‌হিম ৩য় শ্রেণীর কর্মচারী হি‌সে‌বে বিশ্ব‌বিদ্যাল‌য়ের কেন্দ্রীয় গ্রন্থাগা‌রে নিম্মমান সহকারী হি‌সে‌বে কর্মরত অা‌ছেন। ইব্রা‌হিম বিশ্ব‌বিদ্যাল‌য়ে যোগদা‌নের পূ‌র্বে বিশ্ববিদ্যালয়ে ছাত্রলী‌গের রাজনীতি করতেন। জানা যায়, বিশ্ব‌বিদ্যাল‌য়ের লাউঞ্জে শিক্ষক ব্য‌তিত অন্য কা‌রো খাবার খাওয়ার নিয়ম না থাক‌লে রোববার দুপু‌রে খাবা‌রের জন্য যান ইব্রাহিম। এসময় লাউঞ্জের কর্মচারী খাবার দি‌তে নিয়ম নেই জা‌নি‌য়ে ম্যা‌নেজা‌রের সা‌থে কথা বল‌তে ব‌লেন। প‌রে ম্যা‌নেজারও একই কথা বল‌লে তাঁর সাথে বাগবিতণ্ডায় জ‌ড়িয়ে প‌রেন তি‌নি। এ সময় ইব্রা‌হিম ম্যানাজা‌রকে গালাগা‌লিসহ তাঁর অ‌সৌজ্যমূলক অাচরণ ক‌রেন ব‌লে জানা যায়। এ‌বিষ‌য়ে ভূক্ত‌ভোগী সমাজবিজ্ঞান অনুষ‌দের শিক্ষকের লাউঞ্জে ম্যানাজার মো. হা‌নিফ ব‌লেন, দুপু‌রে ইব্রাহিম লাউঞ্জে খাবার এর জন্য অা‌সে। একপর্যায়ে খাবার সা‌থে নি‌য়ে যে‌তে চায়। লাউঞ্জে বিশ্ব‌বিদ্যাল‌য়ের শিক্ষক ছাড়া অন্য‌দের খাবার খাওয়ার নিয়ম না থাক‌লেও অামার এক কর্মচারী তাকে অামার সা‌থে কথা বল‌তে ব‌লে। এসময় সে অামা‌কে অশ্রাব্য ভাষায় গালাগাল ও অ‌সৌজ্যমূলক অাচরণ ক‌রে। যা বিশ্ববিদ্যাল‌য়ের একজন কর্মচারীর কাছ থে‌কে কখনই অাশা ক‌রিনি। সে হয়ত ভু‌লে গি‌য়ে‌ছিল যে, সে বিশ্ববিদ্যাল‌য়ের একজন এম‌প্লয়ি। ত‌বে বিষয়‌টি অস্বীকার ক‌রে অ‌ভিযুক্ত মো. ইব্রা‌হিম বলেন, অা‌মি লাউঞ্জে মি‌ল সি‌স্টে‌মে খাবার খাওয়া যা‌বে কিনা এ বিষ‌য়ে কথা বল‌তে গি‌য়ে‌ছিলাম। এ‌বিষ‌য়ে কথা বল‌তে গে‌লে উনারা অামার সা‌থে খারাপ অাচরণ ক‌রে‌ছেন। অা‌মি উনা‌দের সা‌থে কোন খারারপ অfচরণ ক‌রে‌নি।