৯৬ হাজার ৭৩৬টি পদে শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৯৬ হাজার ৭৩৬টি পদে শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। রোববার গণবিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়। এটি এনটিআরসিএ কর্তৃক প্রকাশিত পঞ্চম গণবিজ্ঞপ্তি ।

গণবিজ্ঞপ্তি অনুযায়ী, স্কুল ও কলেজে ৪৩ হাজার ২৮৬ পদে শিক্ষক নিয়োগ দেয়া হবে। এ ছাড়া মাদ্রাসা, ব্যবসায় ব্যবস্থাপনা ও কারিগরি প্রতিষ্ঠানে ৫৩ হাজার ৪৫০ জন শিক্ষক নিয়োগ দেবে এনটিআরসিএ। আগামী ১৭ই এপ্রিল থেকে আবেদন করতে পারবেন প্রার্থীরা। এতে বলা হয়, ১লা জানুয়ারি প্রার্থীদের বয়স ৩৫ বা তার কম হতে হবে। প্রত্যেক আবেদনকারী নিবন্ধন সনদ অনুযায়ী একটি মাত্র আবেদন করতে পারবেন। একজন প্রার্থী শূন্য পদের তালিকা থেকে সর্বোচ্চ ৪০টি শিক্ষাপ্রতিষ্ঠানে পছন্দ দিতে পারবেন।