ছৈয়দ আবদুচ্ছালাম ইছাপূরী (রহ.) এর ওরশ শরীফ সম্পন্ন

শওকত হোসেন করিম, ফটিকছড়ি: মাওলানা শাহ্ সুফি ছৈয়দ আবদুচ্ছালাম ইছাপূরী (রহ.) এর ৪০ তম বার্ষিকী ওরশ শরীফ যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। সোমবার ফটিকছড়ি উপজেলার নানুপুর আস্তান-এ ঈছাপূরীতে মাহফিল এন্তেজামিয়া কমিটির বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ওরছ সম্পন্ন হয়। এদিন আলাদা আলাদা ভাবে উনার আওলাদদের মঞ্জিলেও ওরশ পালিত হয়। এ উপলক্ষে সকাল থেকে নানা কর্মসূচির মধ্যে ছিল- বা’দে ফজর-মীলাদে মোস্তফা (স:), খতমে কোরআন, খতমে গাউছিয়া ও খতমে খাজেগান, রওজা শরীফ গোসল ও গিলাফ শরীফ পরানো, মাওলানা ঈছাপূরী (র:)’র কিতাব সমূহ পাঠ, মারফতী গজল পরিবেশনা, ওয়াজ ও মিলাদ মাহফিল, জিকির ছেমা কাওয়ালী মজলিশ এবং সর্বশেষ আখেরী মোনাজাত। ওরশে আলোচনায় সভায় উপস্থিত ছিলেন- বড় পীর হযরত আবদুল কাদের জিলানী (রহ.) বংশধর ও বাগদাদ শরীফ দরবারের সাজ্জাদানশীন মাওলানা শেখ সৈয়দ আফিফ উদ্দিন আল জিলানি আল বাগদাদী। এছাড়াও আরো উপস্থিত ছিলেন- বাংলাদেশ সুপ্রিম পার্টির চেয়ারম্যান সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভান্ডারি, পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান ও মাহফিল এন্তেজামিয়া কমিটির সভাপতি শিল্পপতি সুফি মোহাম্মদ মিজানুর রহমান। এসময় শাহছুফী সৈয়দ আবদুচ্ছালাম ঈছাপুরীর আওলাদ শাহজাদা সৈয়দ সফিউল আজম, সৈয়দ আশরাফুজ্জামান, সৈয়দ আমানুল্লাহ আহসান, সৈয়দ এহসানুল করিম, সৈয়দ ফয়জুল আজিম ও সৈয়দ মশিউর রহমান, মাওলানা নুর মোহাম্মদ আল কাদেরী। এছাড়া বিভিন্ন দরবার, গাউছিয়া কমিটি বাংলাদেশ, আঞ্জুমান–এ আশরাফিয়া বাংলাদেশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মহান এই অলি আল্লার ওরশে সবাইকে শরীক হয়ে আল্লাহর বিশেষ ফজল, করম, রহমত ও নেয়ামত হাছিল করার জন্য বিশেষ ধন্যবাদ জানিয়েছেন সুফি মোহাম্মদ মিজানুর রহমান।