চসিক মোবাইল কোর্ট রাস্তার ও ফুটপাত দখল করায় ৪২ হাজার টাকা জরিমানা

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা আজ নগরীর বায়েজিদ থানা এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন। অভিযানকালে চৌধুরী নগর আবাসিক এলাকার রাস্তার জায়গা দখল করে অবৈধভাবে দোকান নির্মান করে এবং ফুটপাতের উপর গাড়ীর গ্যারেজ দিয়ে জনদূর্ভোগ সৃষ্টি করায় ৭ ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু পূর্বক ৪২ হাজার জরিমানা আদায় করা হয়। অভিযানকালে ম্যাজিস্ট্রেটকে সহায়তা করেন সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।