পটিয়া শাহ্ মালেকীয়া দরবার শরীফে যিকিরে বেলায়ত ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মুছলিহ্ আজম, গাউছে মুখ্তার আল্লামা শাহ্ আবদুল মালেক আল্-কুতুবী মুহিউদ্দীন আল-আ’জমী (রহ.)’র ২৪তম বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে খতমে বোখারী, যিকিরে বেলায়ত ও ইফতার মাহফিল দরবার শরীফের সাজ্জাদানশীন নায়েবে গাউছে মুখতার হযরত গোলাম মর্তুজা মুহাম্মদ এয়াহিয়া আল-মালেকী আল জিলানী শাহ (ম.জি.আ)’র সভাপতিত্বে পটিয়া মনসা শাহ্ মালেকীয়া দরবার শরীফে পাক্ পঞ্জেতন নূর ও শাহ্ মালেকীয়া খেদমত, যুব খেদমত পরিষদ বাংলাদেশের সহযোগিতায় ১৯ মার্চ মঙ্গলবার অনুষ্ঠিত হয়। মাহফিলে বক্তব্য রাখেন চট্টগ্রাম নেছারিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা রফিক উদ্দিন সিদ্দিকী, আল্লামা কাযী হাফেজ আহমদ আলকাদেরী, মাওলানা জসিম উদ্দিন তৈয়্যবি, ছোবহানিয়া কামিল মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা ড. মতিউল ইসলাম, মাওলানা নুরুল ইসলাম জেহাদী, মাওলানা মুজিবুর রহমান আল-মালেকী প্রমুখ। মাহফিলে বক্তারা বলেন, আল্লাহর অলীগণ পর্দান্তরিত হয়ে শুধুমাত্র মানব সমাজ থেকে অন্তরাল হয়ে থাকে। আল্লাহ প্রদত্ত শক্তিতে তাঁরা ক্ষমতাবান। তাদের ক্ষমতা যারা অনুধাবন করেন তারা ইহকাল ও পরকাল ধন্য হন। তারা আল্লাহর প্রেমে মশগুল থাকেন। জাতীর দুঃসময়ে কান্ডারী হয়ে কখনো জাহেরী কখনো বাতেনী ভাবে ভূমিকা রাখেন। মহান আল্লাহর বিভোর প্রেমিক হচ্ছেন গাউছে মুখ্তার হযরত শাহ্ আব্দুল মালেক আল-কুতুবী (রহ.)। তাঁর আধ্যাত্মিকতার ছোয়ায় অনেক পথহারা মানুষ সঠিক পথের সন্ধান পেয়েছেন।