মাহে রমজান আত্মশুদ্ধি, ধৈর্য, সংযম ও ত্যাগের মহিমায় উজ্জীবিত করে

সিরাতুল মুস্তাকীম ফাউন্ডেশন, কাতার মাইজার শাখার আয়োজনে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল গত ১৮ মার্চ ২০২৪ মাইজারের একটি অভিজাত রেষ্টুরেন্টে মুহাম্মদ নাঈম উদ্দীন নাহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সিরাতুল মুস্তাকীম ফাউন্ডেশন, কাতার কেন্দ্রীয় পরিষদের উপদেষ্টা সচিব মুহাম্মদ দিদারুল আলম। তিনি বলেন মুসলমানদের পাপমুক্ত করে সুন্দর, সুস্থ ও পবিত্র জীবন গঠনের সুযোগ দানের জন্যই মহান আল্লাহর পক্ষ হতে এক অনন্য নেয়ামত রমজানুল মোবারকের এ মাস। রোজা আদায়ের দ্বারা মু’মিন রোজাদারের সমস্ত পাপ ধুয়ে-মুছে পবিত্র হয়ে যায়, দেহ-মন পুতঃপবিত্র হয়। তইতো পবিত্র রমজান মাস আসলে মুসলিম সমাজে এক অপার্থিব আনন্দের সূচনা হয়। অনুষ্ঠানে উদ্ভোধক ছিলেন কেন্দ্রীয় পরিষদের উপদেষ্টা সৈয়দ মুহাম্মদ আকতার হোসাইন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় পরিষদের উপদেষ্টা সৈয়দ মুহাম্মদ আবুল হাসনাত, সহ-সভাপতি মুহাম্মদ ওসমান গণি, সৈয়দ মুহাম্মদ মামুন সমরকন্দী, সাধারণ সম্পাদক মুহাম্মদ গিয়াসউদ্দিন, মুহাম্মদ খোরশেদ ইসহাক, মুহাম্মদ মিজানুর রহমান, নাজিম শাহ, মুহাম্মদ আরমান, মুহাম্মদ রিয়াদুল আলম, মুহাম্মদ ইসহাক। সংবর্ধেয় অতিথি ছিলেন হাফেজ মাওলানা মুহাম্মদ ফরহাদুল আমিন। প্রধান আলোচক ছিলেন কেন্দ্রীয় পরিষদের ধর্মীয় সম্পাদক মাওলানা মুহাম্মদ আরিফুল ইসলাম চৌধুরী। তিনি বলেন মাহে রমজানুল মোবারক মুসলমানদের আত্মশুদ্ধি, ধৈর্য, সংযম ও ত্যাগের মহিমায় উজ্জীবিত হওয়ার শিক্ষা নিয়ে হাজির হয়। মাহে রমজানের সিয়াম সাধনা বিশ্ব মুসলিমের সর্বপ্রকার আত্ম সংশোধনের সুযোগ এনে দেয়। মূলত: মাহে রমজান মুমিন মুসলমানদের জন্য যাবতীয় অন্যায়-অবিচার-পাপ কাজ হতে বিরত থাকার প্রশিক্ষণ লাভের মাস। মাসব্যাপী এ প্রশিক্ষণ নিজ জীবনে বাস্তবায়ন করে বাকী ১১ মাস আল্লাহর নির্দেশিত পথে-মতে চলতে পারলেই মুমিন জীবন হবে স্বার্থক। অনুষ্ঠানে অতিথি ও আলোচক ছিলেন মুহাম্মদ নুরুল ইসলাম, তারেকুল ইসলাম চৌধুরী, বাদশা আলম, ওসমান, এমরান, তৈয়্যব, জসিম, মুহিবউল্লাহ, জাহেদ, বোরহান, আরমান প্রমুখ। পরিশেষে মিলাদ-মোনাজাত ও ইফতার গ্রহণের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।