গ্রাম ও শহরের পার্থক্য ঘোচাতে কাজ করছে সরকার

বোয়ালখালী উপজেলার শাকপুরা মুরগির ফার্ম হইতে নুরুল্লাহ মুন্সির হাট পর্যন্ত আলী আহাম্মদ কমিশনার সড়ক উন্নয়ন প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন চট্টগ্রাম-৮ আসনের সাংসদ আবদুচ ছালাম।
আরসিআইপি প্রকল্পের আওতায় এটি বাস্তবায়ন করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। গতকাল সোমবার প্রকল্পটির ভিত্তিপ্রস্তর স্থাপনকালে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য আবদুচ ছালাম বলেন, বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার সরকার একটি জনবান্ধব সরকার। তিনি দেশের সর্বস্তরের মানুষের সার্বিক কল্যানের কথা মাথায় রেখে উন্নয়ন পরিকল্পনা নিয়ে কাজ করছেন। তিনি সারাদেশের গ্রাম ও শহরের মধ্যে সুযোগ সুবিধার কোন পার্থক্য রাখতে চান না। গ্রামীন অর্থনীতিকে মজবুত করতে সারাদেশের গ্রামীন যোগাযোগ ও অবকাঠামোর ব্যাপক উন্নয়ন করেছেন আওয়ামী লীগ ও শেখ হাসিনার সরকার। এখন গ্রামাঞ্চলেও কাঁচা রাস্তা তেমন কোথাও নেই। তথ্য প্রযুক্তি সেবা, স্বাস্থ্যসেবা, শিক্ষার সুযোগ সম্প্রসারনের মাধ্যমে গ্রামীন জন গোষ্ঠীর শহরমূখীতা এখন অনেকটাই কমে গেছে। এভাবে সারা দেশের শহর গ্রামের সকল মানুষের জন্য সমান সুযোগ সুবিধা নিশ্চিত করে দেশকে উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট দেশে রূপান্তর করতে কাজ করছি আমরা।
পোপাদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এস.এম জসিম উদ্দীনে সভাপতিত্বে অনুষ্ঠিত ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী, উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম রাজা, ভাইস চেয়ারম্যান এস.এম সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, প্রকৌশলী রেজাউল করিম, আওয়ামীলীগ নেতা নুরুল ইসলাম, শাকপুরা ইউপি চেয়ারম্যান আবদুল মুনাফ, কধুরখীল ইউপি চেয়ারম্যান শফিউল আজম শেফু, চরনন্দীপ ইউপি চেয়ারম্যান শামুসুল আলম, আওয়ামীলীগ নেতা মামুনুর রশিদ মামুন।
এস এম এরশাদের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সৈয়দ মোহাম্মদ ইয়াসির, সেকান্দর আলম বাবর, সঞ্জয় ভঞ্জ জিতু, ওয়াহিদ মুরাদ রুমান, দিদারুল আলম দিদার, শহিদুল্লাহ কাউছার, টিকাদার আবু তৈয়ুব, সালাউদ্দিন চৌধুরী, শেখ নুর মোহাম্মদ, নাসিম চৌধুরী, মো. মামুন, সাইদুর রহমান মুন্না, ফুলু মেম্বার, মহিলা মেম্বার জোবাইয়দা রুনু, রমা ঘোস, রশুনারা বেগম, সাইফু চৌধুরী, মহসিন কামাল রুবেল, সমীর নাথ, আসাদুজ্জামান হাসান প্রমুখ