ইউসিবি জুবিলী রোড শাখায় আগুন

<strong>মির্জইমতিয়াজ শাওন::</strong> ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শনিবার সন্ধ্যায় নগরের রাইফেল ক্লাব ভবনে ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংক (ইউসিবি) জুবিলী রোড শাখা অফিসে এ দুর্ঘটনা ঘটে। তবে, আগুন কীভাবে লেগেছে তা তাৎক্ষণিকভাবে কেউ বলতে পারেনি।

সন্ধ্যায় ইফতারের পর খবর আসে নন্দনকান রাইফেল ক্লাব ভবনে আগুন লেগেছে। খবর পেয়ে দ্রুত ৪টি ইউনিট সেখানে পৌছে। তারা আগুন নেভানোর চেষ্টা করছে। আগুন বাড়তে থাকলে ফায়ার সার্ভিসের আরও ইউনিট পাঠানো হবে। রাইফেল ক্লাব ভবনে ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংকে (ইউসিবি) রয়েছে। মূলত ওই ব্যাংকেই আগুন লেগেছে।

আগুনের খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন। ফায়ার সার্ভিসের সঙ্গে স্থানীয়রাও আগুন নেভাতে কাজ করছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাইফেল ক্লাব ভবনের নিচতলা থেকে প্রথম ধোঁয়া বের হয়। প্রচণ্ড ধোঁয়ার কারণে ফায়ার সার্ভিসের সদস্যদের বেগ পেতে হচ্ছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে অনেকেই দাবি করছে।

আগুন নিয়ন্ত্রণে কাজ করা কয়েকজন জানান, ভবনের গ্লাস ভেঙে ভেতরে ঢুকে আগুন নেভানোর চেষ্টা করছে ফায়ার সার্ভিসের সদস্যরা। ব্যাংকের ভল্টে যাতে আগুন না লাগে সেই বিষয়টি মাথায় রেখে কাজ করা হচ্ছে। তবে, ধোঁয়ার কারণে কয়েকজন অসুস্থ হয়ে পড়েছেন। ব্যাংকের সিনিয়র কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন।

ফায়ার সার্ভিস জানায়, সন্ধ্যা সাতটার দিকে রাইফেল ক্লাব ভবনে ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংক লিমিটেডের কার্যালয়ে আগুন লাগে। চন্দনপুরা ও নন্দনকানন ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তাৎক্ষণিকভাবে আগুনের কারণ সম্পর্কে জানা যায়নি।

ইউসিবি ব্যাংকের জুবিলী রোড শাখার ব্যবস্থাপক (অপারেশনস) মো. মইনউদ্দিন চৌধুরী প্রিয় চট্টগ্রামকে বলেন, ‘সন্ধ্যা সাতটার দিকে আগুনের ঘটনা ঘটে। এ সময় ব্যাংক বন্ধ ছিল। নিরাপত্তাকর্মী থেকে খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। ফায়ার সার্ভিসের কর্মীরা আছেন। এখনো ভেতর থেকে ধোঁয়া বের হচ্ছে।’