ভাষাসৈনিক এড.এমদাদুল ইসলাম আজীবন দেশমাতৃকার জন্য কাজ করেছেন

চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের উদ্যোগে ভাষাসৈনিক, বিশিষ্ট আইনজীবী, কবি, প্রাবন্ধিক রাজনীতিবিদ এড.এ.কে.এম. এমদাদুল ইসলামের ৭ম মৃত্যুবার্ষিকীর সভা ও শিক্ষাবৃত্তি অনুষ্ঠান সম্প্রতি সন্ধ্যায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি বাবুল কান্তি দাশের সভাপতিত্বে এতে প্রধান অতিথি নাজিরহাট পৌরসভার মেয়র কলামিষ্ট লায়ন এ.কে. জাহেদ চৌধুরী। সংগঠনের সাংগাঠনিক সম্পাদক নিলয় দে এর পরিচালনায় এতে আলোচনা, কবিতা পাঠ, আবৃত্তি ও সঙ্গীতে অংশনেন বীর মুক্তিযোদ্ধা কিরণ লাল আচার্য্য, দক্ষিণজেলা যুবলীগের সহ সভাপতি শহীদুল ইসলাম চৌধুরী, অধ্যাপিকা জান্নাতুন নুর তানিয়া, সংগঠনের সাধারণ সম্পাদক আসিফ ইকবাল, গীতিকার নজরুল ইসলাম মাহমুদ, রাজনীতিক স্বপন সেন, শিক্ষক বিজয় শংকর চৌধুরী, লিটন কুমার চৌধুরী, আবৃত্তিশিল্পী শাহীন ফেরদৌসী, শবনম ফেরদৌসী, সংগীত শিল্পী অচিন্ত কুমার দাশ, সঙ্গীতা চৌধুরী, কবি সজল দাশ, শিমুল দত্ত, নিলয় দে, শিহাব রহমান, শাহিনুর আক্তার, মোঃ তিতাস, জাফর আলম, আদর আলম প্রমুখ। সভায় দুজন শিক্ষার্থীকে এড.এ.কে. এমদাদুল ইসলাম স্মৃতি শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। সভায় বক্তারা বলেন ভাষাসৈনিক এড. এ. কে. এমদাদুল ইসলাম আজীবন দেশমাতৃকার জন্য কাজ করে গেছেন। বাম রাজনীতিবিদ হিসেবেও তিনি রাজপথে সোচ্চার ছিলন। তিনি একজন সফল আইনজীবী হিসেবে জেলা আইনজীবী সমিতির নির্বাচিত সহ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। একজন সৌখিন লেখক হলেও তিনি গল্প, প্রবন্ধ, কবিতার অনেকগুলো বই লিখে গেছেন। একজন সৃষ্টিশীল ও মহৎ মানুষ হিসেবে তিনি সবসময় মানুষের কল্যাণ কাজেই ব্রত ছিলেন। এডভোকেট এমদাদুল ইসলাম একজন শিক্ষাদরদী মানুষ হিসেবে সবসময় শিক্ষার যেকোন কাজে নিজ সাধ্যানুযায়ী এগিয়ে আসতেন।