সালাম সৌরভের ‘ইচ্ছে ডানায়য় স্বপ্ন মাখি‘ বই এর পাঠ উন্মোচন ও প্রীতি আড্ডা

নিজস্ব প্রতিবেদক::

শিক্ষাবিদ ও লেখক সালাম সৌরভের ‘ইচ্ছে ডানায়য় স্বপ্ন রাখি‘ বই এর উপর পাঠ উন্মোচন ও প্রীতি আড্ডা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ মার্চ) একুশের বই মেলা চট্টগ্রাম এর শীরিষ তলায় পাঠ উন্মোচন ও প্রীতি আড্ডা অনুষ্ঠিত হয়। দৈনিক ভোরের দর্পণ এর চট্টগ্রাম ব্যুারো প্রধান আবু তাহের এর সভাপতিত্বে পাঠচক্রে অংশ নেন লেখক ও দৈনিক প্রিয় চট্টগ্রামের নির্বাহী সম্পাদক মির্জা ইমতিয়াজ শাওন, লেখক ও ব্যাংকার রশীধ এনাম, সাংবাদিক ও সংগঠক জাহেদ কায়সার, জলছবি সম্পাদক সৈকত শুভ্র,জয়যাত্রা সম্পাদক শাদ ইরশাদ, চলচ্চিত্র নির্মাতা মোহাম্মদ কামাল, শ্রমিক নেতা নূরুল ইসলাম সবিুজ বইটির লেখক শিক্ষাবিদ সালাম সৌরভ, প্রমূখ। বইটি এসেছে স্বনামধন্য শৈলী প্রকাশন থেকে।

আলোচকরা বলেন, সালাম সৌরভ লেখার হাত তাঁর অনেক আগে থেকেই ভালো ছিল। জীবনের বেশিরভাগ সময় শিক্ষকতা করে কাটিয়েছেন। তার লেখার মধ্যে সারল্যতার প্রাধান্যটাই বেশি। চট্টগ্রামের পরিবেশ প্রতিবেশ, সমাজ জীবনে সামাজিক মূল্যবোধ, ন্যায়-অন্যায়, প্রেম-প্রণয়, আনন্দ-বেদনার ঘাত-প্রতিঘাত নতুন স্বপ্নের জিজ্ঞাসা উঠে এসেছে ‘ইচ্ছে ডানায়য় স্বপ্ন রাখি‘ গ্রন্থে।’ তfর লেখার ধারা অব্যহত থাক এ কামনা করেন সবাই। পরে সমকালীন বিষয় নিয়ে প্রীতি আড্ডা অনুষ্ঠিত হয়