রাউজান গহিরায় নিজ বাড়িতে দশ হাজার মানুষের খাবার আয়োজন

শফিউল আলম, রাউজান: ফারাজ করিম চৌধুরী ওতার নব বিবাহিত স্ত্রী আরিফার বিয়ে উপলক্ষে রাউজানে গহিরায় নিজ বাড়ীতে দশ হাজার মানুষের খাবার আয়োজন কাল ১মার্চ শুক্রবার রাউজানে গহিরায় নিজ বাড়ী বক্সে আলী চৌধুরীর বাড়ীতে । এই অনুষ্টানে দেশের শীর্ষ পর্যাযের রাজনেতিক নেতা মন্ত্রী, সংসদ সদস্য সরকারী বেসকারী উচ্চ পদস্থ কমৃকর্তা আওয়ামী লীগের দলীয় নেতা কর্মী স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে আমন্ত্রন জানিয়েছেন। অনুষ্টানে তরুন আওযামী লীগ নেতা ফারাজ করিম চৌধুরীর শ্বাশুর পক্ষের লোকজন আসবেন্ ।্ যে সব অতিথি হেলিক্যাপ্টার করে অনুষ্টানে আসবেন তাদের জন্য গহিরা কলেজ মাঠে তৈযারী করা হয়েছে হেলিপেড ্ । গতকাল ২৯ ফেব্রুযারী বৃহস্পতিবার সকাল থেকে নিজ বাড়ীতে এসে অনুষ্টানকে সফল করতে সকল কাজের তদারকি করছেন তরুন আওয়ামী লীগ নেতা ফারাজ করিম চৌধুরীর পিতা রেলপথ মন্ত্রনালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী এমপি । ১মার্চ শুক্রবার সন্ব্যা ৭ টা থেকে এই বিশাল মেজবানে আগত লোকজনকে খাবার খওয়ানের জন্য গরু জবাই করে গরুর মাংস। ভিন্ন ধর্মালম্বী অনুসারীদের ছাগল জবাই করে ছাগলের মাংস দিয়ে খাওয়ানোর আয়োজন করা হবে বলে জানান রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ । গত কয়েকদিন আগে ২লাখ ৮০ হাজার টাকা মোহরানা কনে আরিফাকে নগদে পরিশোধ করে ঢাকায় বিয়ে করেন রংপুর জেলার মিটামাইন এলাকার তরুনী আফিফাকে । বিয়ের পর ঢাকার গুলশানে বাসায় অনুষ্টিত নৈশ ভোজে সাবেক রাস্টপতি আবদুল হামিদ, প্রধান বিচারপতি ওবাইদুল হাসান, জাতীয় সংসদের স্পীকার ড. শিরিন শারমিন চৌধুরী,মন্ত্রী সংসদ সদস্য শীর্ষ পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন । তরুন আওয়ামী লীগ নেতা ফারাজ করিম চৌধুরী বিয়ে করার সময়ে , কোন বরযাত্রী নিয়ে নিজেই তার শ্বাশুরের পক্ষ থেকে দাওয়াত খায়নি । তা দেশের মধ্যে বিরল ঘটনা।