রাউজানের বিভিন্ন এলাকায় আম গাছে আমের মুকুল এসেছে প্রচুর পরিমান

শফিউল আলম, রাউজান ঃ রেলপথ মন্ত্রনালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী এমপি রাউজানের বিভিন্ন সড়কের পাশে, সরকারী বেসরকারী প্রতিষ্টান ও মসজিদ,মন্দির, বিহার, সামাজিক সাস্কৃতিক সংগঠনের আঙ্গিনায় বিপুল পরিমান ফলদ গাছের চারা রোপন করেন । ১০ লাখের বেশী বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ, ঔষধী গাছের চারা রোপন রোপন করা হয় । সংসদ সদস্য এবি এম ফজলে করিম চৌধুরীর রোপন করা ফলদ গাছের মধ্যে আমলকি গাছে আমলকীর ফলন হয়েছে । হরিতকি গাছে হরিতকির ফলন হয়েছে গতকয়েক বৎসর ধরে। বসন্তের শুরুতেই এবার রাউজানের বিভিন্ন সড়কের পাশে রোপন করা আম গাছের মধ্যে প্রচুর পরিমান আমের মুকুল এসেছে । রাউজানের শহীদ জাফর সড়ক, এবি এম ফজলে করিম চৌধুরী সড়ক, হাফেজ বজুল রহমান, কুন্ডেশ্বরী সড়ক, চট্টগ্রাম রাঙ্গামাটি মহাসড়ক, চট্টগ্রাম কাপ্তাই মহাসড়ক, এয়াসিন শাহসড়ক,হলদিয়া ভিলেজ রোড, চিকদাইর সাহেব বাড়ী সড়ক, গহিরা প্রাণ কৃষ্ণ মহাজন সড়ক, রাউজান নোয়াপাড়া সড়ক, চান্দ মিয়া চৌধুরী সড়ক, সাহেব বিবি সড়ক, র্পুব রাউজান সুলতানুল আউলিয়া সড়ক, শমশের পাড়া সড়ক, হজরত আশরফ শাহ সড়ক, ডাবুয়া রাবার বাগান সড়ক সহ রাউজানের বিভিন্ন সড়কের পাশে রোপন করা বিভিন্ন প্রজাতির আম গাছে আমের ফলন এসেছে প্রচুর । এছাড়া ও শিক্ষা প্রতিষ্টান, সরকারী বেসরকারী প্রতিষ্টান মসজিদ, মন্দির বিহার, সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্টানের আঙ্গিনায় রোপন করা আম গাছে আমের মুকুল এসেছে প্রচুর। এছাড়া ও রাউজানের হলদিয়া ইউনিয়নের হলদিয়া রাবার বাগান, বৃকবানপুর, বৃন্দাবনপুর, জানিপাথর, বানারস, হলদিয়া, দক্ষিন ক্ষিরাম, হচ্ছার ঘাট, হলদিয়া বড়ুয়া পাড়া, উত্তর সর্তা, গর্জনিয়া এয়াসিন নগর, ডাবুয়া ইউনিয়নের পুর্ব ডাবুয়্,া উত্তর আইলী খীল, সুড়ঙ্গা, কেউকদাইর, হাসান খীল, পশ্চিম ডাবুয়া, হিংগলা, কলমপতি, দক্ষিন হিংগলা, চিকদাইর ইউনিয়নের চিকদাইর দক্ষিন সর্তা, পাঠান পাড়া, নোয়াজিশপুর ইউনিয়নের ঈশা খা দিঘির পাড়, নদীম পুর, গহিরা ইউনিয়নের কোতোয়ালী ঘোনা,দলই নগর, রাউজান পৌরসভার পুর্ব রাউজান, পশ্চিম রাউজান, ফকির তকিয়া,গহিরা, রাউজান ইউনিয়নের পুর্ব রাউজান, নাতোয়ান বাগিচা, খলিলাবাদ, কেউটিয়া, বিনাজুরী ইউনিয়নের পশ্চিম বিনাজুরী, কদলপুর ইউনিয়নের কালকাতর পাড়া, শমশের পাড়া, দক্ষিন শমশের পাড়া, কমলার টিলা, ভোমর পাড়া, পশ্চিম কদলপুর, পাহাড়তলী ইউনিয়নের উনসত্তর পাড়া, সন্দ্বীপ পাড়া, মহামুনি, বাগোয়ান ইউনিয়নের পাচঁখাইন, গশ্চি, খৈয়া খালী, কোয়ে পাড়া, নোয়াপাড়া ইউনিয়নের শেখ পাড়া, সামমাহলদর পাড়া,কচুখাইন, উরকির চর ইউনিয়নের উরকিরচর, পুর্ব গুজরা ইউনিয়নের আধার মানিক, বড়ঠাকুর পাড়া এলাকায় বেসরকারী ভাবে শতাধিক আম গাছের বাগান রয়েছে । এছাড়া ও রাউজানের সংসদ সদস্য এবি এম ফজলে করিম চৌধুরীর বাগান বাড়ী,নিজ বাড়ীতে রোপন করা আম গাছে আমের মুকুল এসেছে প্রচুর পরিমান । রাউজানের প্রতিটি ইউনিয়ন পরিষদের ভবনের ছাদে ও শিক্ষা প্রতিষ্টানের ভবনের ছাদে, উপজেলা পরিষদ, রাউজান থানা, রাউজান পৌরসভা ভবনের ছাদে টবের মধ্যে রোপন করা আম গাছে আমের মুকুল এসেছে প্রচুর । রাউজান উপজেলা কৃষি অফিসার মাসুম কবির বলেন, গত কয়েক বৎসর থেকে রাউজানের বিভিন্ন এলাকার সড়কের পাশে ও বিভিন্ন প্রতিষ্টানের আঙ্গিণায় ও ছাদে, বেসকারী ভাবে গড়ে তোলা আম গাছ থেকে কীটনাশক ব্যবহার ছাড়া ফরমালিন বিহীন, উৎপাদিত বিভিন্ন প্রজাতির আম রাউজানে আমের চাহিদা পুরণ করে বেসকারী ভাবে গড়ে তোলা আম বাগান থেকে উৎপাদিত আম চট্টগ্রাম শহরের ফলের আড়তে বিক্রয় করছে বাগানের মালিকরা । রাউজানের আম গাছের মুকুল পরিচর্যা করতে রাউজান উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর কাজ করছে । এবৎসর ও রাউজানে আমের ফলন ভাল হবে বলে আমা করছেন উপজেলা কৃষি অফিসার মাসুম কবির ।