প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষকতাসহ যে কোন পেশাকে অধিকতর বাস্তবমূখী ও ফলপ্রসু করা যায়

চট্টগ্রাম বিশ^বিদ্যালয় ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে বিশ^বিদ্যালয়ের বিভিন্ন বিভাগ/ইনস্টিটিউটে নতুন নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের জন্য (১৮-২৮ ফেব্রুয়ারি ২০২৪) ‘Professional Development Program’ শীর্ষক প্রশিক্ষণ শুরু হয়েছে। ১৮ ফেব্রুয়ারি ২০২৪ সকাল ৯:৩০ টায় চবি ইঞ্জিনিয়ারিং অনুষদের ভার্চুয়াল ক্লাস রুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চবি মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে। চবি আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ আবদুল্লাহ মামুন এর সভাপতিত্বে উদ্বোধনী সেশনে রিসোর্স পার্সন হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন চবি সমাজ বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর সিরাজ উদ দৌলাহ ও পদার্থবিদ্যা বিভাগের প্রফেসর ড. শ্যামল রঞ্জন চক্রবর্তী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চবি আইকিউএসি এর অতিরিক্ত পরিচালক ড. তানজিনা শারমিন নিপুন এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন চবি আইকিউএসি এর অতিরিক্ত পরিচালক ড. কমল দে।

মাননীয় উপাচার্য চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ে যোগদানকৃত নবাগত শিক্ষকদের শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানান। তিনি বলেন, “শিক্ষকতা একটি মহৎ পেশা। প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষকতাসহ যে কোন পেশাকে অধিকতর বাস্তবমুখী ও ফলপ্রসূ করা যায়। তাই দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিতে নবাগত শিক্ষকদের প্রশিক্ষণের বিকল্প নেই।” মাননীয় উপাচার্য বলেন, “আইকিউএসি আয়োজিত পেশাগত দক্ষতা ও উৎকর্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রোগ্রামে অংশগ্রহণকারী চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ে সম্প্রতি নিয়োগপ্রাপ্ত শিক্ষকবৃন্দ পারস্পরিক জ্ঞান আদান-প্রদান ও বিশেষজ্ঞ শিক্ষকদের আলোচনা-পর্যালোচনার মাধ্যমে নিজেদের জ্ঞান-ভান্ডারকে অধিকতর সমৃদ্ধ করার সুযোগ পাবেন।” নবাগত শিক্ষকবৃন্দ বিশেষজ্ঞ শিক্ষকদের তত্ত্বাবধানে পরিচালিত প্রশিক্ষণ এবং স্ব স্ব বিভাগ/ইনস্টিটিউটের জ্যৈষ্ঠ ও বিজ্ঞ শিক্ষকবৃন্দের সান্নিধ্যে থেকে নিজেদের মেধার বিকাশ ঘটানোর পাশাপাশি নতুন শিক্ষকতা জীবনে আলোকিত মানবসম্পদ তৈরীর কাজে আত্মনিয়োগ করবেন মর্মে মাননীয় উপাচার্য আশাবাদ ব্যক্ত করেন।