চরম সব নাটকীয়তা শেষে ইমরান খানের পাকিস্তান তেহরিকে ইনসাফ (পিটিআই) দল কেন্দ্রীয় সরকারে এবং পাঞ্জাব প্রাদেশিক পরিষদে বিরোধী দলের ভূমিকা পালনের সিদ্ধান্ত নিয়েছে। দলটির অন্যতম নেতা ব্যারিস্টার সাইফ বলেছেন, দেশের সম্প্রীতি এবং পুনর্মিলনের পরিবেশ চায় বলে পিটিআই এ সিদ্ধান্ত নিয়েছে। শুক্রবার তারা পাকিস্তানের আরেকটি দল কওমী ওয়াতান পার্টির (কিউডব্লিউপি) সঙ্গে বৈঠকের পর এ ঘোষণা দেন। এ সময় ব্যারিস্টার সাইফ বলেন, নির্বাচনে জনগণের ভোটকে পাল্টে দেয়া হয়েছে। যদি ফল পাল্টে দেয়া না হতো তাহলে কেন্দ্রে আমরাই সরকার গঠন করতাম। এ খবর দিয়েছে অনলাইন জিও নিউজ।
৮ই ফেব্রুয়ারি নির্বাচনের পর দেশটিতে কে সরকার গঠন করবে তা নিয়ে যখন রাজনৈতিক অনিশ্চয়তা বিরাজ করছিল তখন শুক্রবার এই ঘোষণা দিলেন ব্যারিস্টার সাইফ। বলেছেন, তারা যে সিদ্ধান্ত নিয়েছেন তা দলের প্রতিষ্ঠাতা ইমরান খানের নির্দেশনায় নেয়া হয়েছে। ইসলামাবাদে কিউডব্লিউপির সঙ্গে বৈঠকের পর তিনি সাংবাদিকদের কাছে এসব তথ্য তুলে ধরেন। বলেন, জাতীয় পরিষদ হিসেবে পরিচিত পার্লামেন্ট এবং পাঞ্জাব প্রাদেশিক পরিষদে বিরোধী দলের আসনে বসবেন পিটিআই থেকে নির্বাচিত স্বতন্ত্র প্রার্থীরা। তিনি আরও বলেন, ইমরান খানের নির্দেশে তারা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ করেছেন।
এ জন্যই আসাদ কাইসারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল কিউডব্লিউপির অফিস সফরে যান। তিনি দাবি করেন এবার পাকিস্তানে যে নির্বাচন হয়েছে তা জালিয়াতিতে ভরা। এটা দেশে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করেছে। জনগণের ভোটকে পাল্টে ফেলা হয়েছে। এটাকে দীর্ঘমেয়াদে পাকিস্তানের জন্য, দেশের জন্য এবং সংসদীয় গণতন্ত্রের জন্য একটি বিরাট সঙ্কট। কারণ এসব ঘটনার শিক্ষা বহন করবে নতুন প্রজন্ম।