ইসলামী সংগীতে বিপুল জনপ্রিয়তা পেয়েছেন আব্দুল হাসিব বিন ইদ্রিস

হাসিব বিন ইদ্রিস ইসলামী সংগীতাঙ্গনের পরিচিত মুখ। জাতীয় সাংস্কৃতিক সংগঠন হ্যাভেন টিউনের একজন প্রতিভাবান শিল্পী। প্রতিনিয়ত নিজেকে মেলে ধরছেন নানাভাবে। মৌলিকভাবে তিনি শিল্পী হলেও গান লিখেন এবং সুরও করেন। আব্দুল হাসিব বিন ইদ্রিস নামেই অধিক পরিচিত তিনি। ২০২০ সালে হ্যাভেন টিউন পল্টন শাখায় প্রথমে সদস্য তারপর কেন্দ্রীয় কমিটির শাখা সমন্বয়কের দায়িত্ব পালনের মধ্য দিয়ে দীর্ঘ পথপরিক্রমায় নিজেকে প্রতিষ্ঠিত করেছেন এই শিল্পী।

বর্তমানে তিনি হ্যাভেন টিউনের কিশোর বিভাগের দায়িত্ব পালন করছেন । আব্দুল হাসিব বিন ইদ্রিসের সংগীতের হাতেখড়ি হয় ইসলামী সংগীতের হ্যাভেন টিউন প্রতিষ্ঠাতা ও স্বপ্নদ্রষ্টা গাজী আনাস রওশানের কাছে।

আব্দুল হাসিব বিন ইদ্রিস বলেন, সংগীতাঙ্গনে আমার পথচলা দীর্ঘদিনের হলেও সময়ের তুলনায় আমি গান গেয়েছি খুব কম। যে করেই হোক নিজেকে গান গাইতে হবে, শিল্পী হতে হতে হবে এমন চিন্তা ভাবনা কখনো লালন করিনি। আমি প্রথমে নিজেকে একজন কর্মী হিসেবে তৈরি করতে চেয়েছি। বড় কথা হলো শিল্পী হওয়ার আগে আমি গান শিখতে চেষ্টা করেছি; যার কারণে আমার প্রথম একক গান রিলিজ হয়