উলানিয়া খালের পাশ থেকে গলিত লাশ উদ্ধার

সীতাকুণ্ড প্রতিনিধিঃ
সীতাকুণ্ডে উপকূলীয় এলাকা থেকে অজ্ঞাতনামা ব্যক্তি (৪০) এর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ রবিবার (৭ জুলাই) বিকেল তিনটার দিকে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের উলানিয়া খালের দক্ষিণ পাশ থেকে পুলিশ লাশটি উদ্ধার করে।

সীতাকুণ্ড মডেল থানার উপ-পরিদর্শক (এসআই)এসএম জুলফিকার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, রবিবার দুপুর পৌনে দুইটার দিকে বাড়বকুণ্ড সাগর উপকূলে একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে বিকেলে গিয়ে লাশটি উদ্ধার করা হয়। নিহত ব্যক্তির পড়নে হাফপ্যান্ট ও স্যান্ডো গেঞ্জি ছিল।

ওই ব্যক্তির লাশ সাগরে জোয়ারের পানিতে ভেসে এসে উপকূলে আটকে যায়। লাশটি অর্ধগলিত ছিল। ধারণা করা হচ্ছে ওই ব্যক্তি আরও ৭-৮দিন আগে মারা গিয়ে থাকতে পারে। লাশটি ময়নাতদন্ত ও ডিএনএ সংরক্ষণের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।