রাউজানে সড়কের পাশে পেয়ারা গাছে প্রচুর পেয়ারা ধরেছে

শফিউল আলম, রাউজান প্রতিনিধিঃ রাউজানের চিকদাইরে সড়কের পাশে রোপন করা পেয়ারা গাছে পেয়ারার ফলন এসেছে প্রচুর পরিমাণ ।
রাউজান উপজেলার ৩ নং চিকদাইর ইউনিয়নের দক্ষিন সর্তা এলাকায় শাহ হাবিব ও শাহ ছগির সড়কের দুপাশে রোপন করা ৮শত পেয়ারা গাছ । রেলপথ মন্ত্রনালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কুিমটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী এমপি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে ২ কিলোমিটর দৈর্ঘ শাহ হাবিব শাহ ছগির সড়কটি লোহার রড সিমেন্ট পাথর দিয়ে আর , সি, সি ঢালাই করে নির্মান করা হয় । সড়কটির দুপাশে ভাঙ্গন রোধে গার্ডওয়াল ও নির্মান করা হয় । সড়কটির দুপাশে রেলপথ মন্ত্রনালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কুিমটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী এমপির নির্দেশনায় ও অনুপ্রেরনায় দক্ষিন সর্তা এলাকার বাসিন্দ্বা ওমানস্থ চট্টগ্রাম সমিািতর সভাপতি ইয়াসিন চৌধুরী সি, আই, পি বিভিন্ন জাতের আম, জলপাই, পেয়ারা গাছের চারা রোপন করে। সড়কের পাশে ৮শত পেয়ারা গাছের চার প্রতিনিয়ত পরিচর্যা করার পর পেয়ারা গাছগুলো বড় হয়ে উঠেছে । বর্তমানে প্রতিটি পেয়ারা গাছে প্রচুর পরিমান পেয়ারা ধরেছে । সড়কের দু পাশে সারি সারি পেয়ারা গাছের ফলন আসার দৃশ্য দেখে সড়ক দিয়ে এলাকার লোকজন যাতায়াত করছে ।দক্ষিন সর্তা এলাকার বাসিন্দ্বা ওমানস্থ চট্টগ্রাম সমিািতর সভাপতি ইয়াসিন চৌধুরী সি, আই, পি বলেন, সড়কের পাশে রোপন করা আম গাছের আম ও পেয়ারা গাছের পেয়ারা পাকার পর এলাকার লোকজন গাছ থেকে ফল নিয়ে পরিবার পরিজন নিয়ে ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে খেয়ে থাকে ।