মারা গেছেন নামিবিয়ার প্রেসিডেন্ট

নামিবিয়ার প্রেসিডেন্ট হেইগ গেনগব মারা গেছেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৮২ বছর। তিনি ক্যান্সারে আক্রান্ত ছিলেন। রাজধানীর একটি হাসপাতালেই চলছিল তার চিকিৎসা।

খবরে জানানো হয়, মাত্র এক মাস আগেই তার ক্যান্সারের খবর প্রকাশ্যে আনা হয়। মৃত্যুর সময় তার পাশে ছিলেন তার স্ত্রী ও সন্তানেরা। ভাইস প্রেসিডেন্ট নানগোলো এমবুম্বা প্রেসিডেন্টের মৃত্যুর খবর ঘোষণা করেন। তিনি বলেন, নামিবিয়া তার এক সেবককে হারিয়েছে।

সংবিধান অনুযায়ী, এমবুম্বা এখন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন। গেনগবের দ্বিতীয় মেয়াদ চলছিল। তার ক্ষমতা আরও প্রায় এক বছর বাকি আছে।

আগামী নভেম্বরে দেশটিতে প্রেসিডেন্ট ও সংসদ নির্বাচন আয়োজিত হতে যাচ্ছে।