ক্রীড়া নৈপূন্য প্রদর্শনের মাধ্যমে ক্রীড়াবিদদের শ্রেষ্টত্ব প্রমান করতে হবে

‘চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া উৎসব-২০২৪’ উদযাপন উপলক্ষ্যে ৩১ জানুয়ারি ২০২৪ চবি কেন্দ্রীয় খেলার মাঠে চবি সোহরাওয়ার্দী হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এদিন সকাল ৯:৩০ টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৪ এর উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে এবং চবি কলা ও মানববিদ্যা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ মাহবুবুল হক। চবি সোহরাওয়ার্দী হলের প্রভোস্ট ড. শিপক কৃষ্ণ দেবনাথ এর সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন চবি শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) আনিসুল আলম।
মাননীয় উপাচার্য তাঁর বক্তব্যে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিসহ উপস্থিত সকলকে শুভেচ্ছা ও স্বাগত জানান। তিনি বলেন, “গণতন্ত্রের মানসপুত্র বর্ষিয়ান নেতা হোসেন শহীদ সোহরাওয়ার্দীর নামে প্রতিষ্ঠিত এ বিশ^বিদ্যালয়ের ঐতিহ্যবাহী সোহরাওয়ার্দী হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় এবারও ক্রীড়া নৈপূন্য প্রদর্শনের মাধ্যমে ক্রীড়াবিদরা তাদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে হলের সুনাম অক্ষুন্ন রাখবে। মাঠের উৎফুল্ল ক্রীড়ামোদী দর্শকরা প্রত্যাশা করেন ক্রীড়াবিদরা তাদের পেশাদারী ক্রীড়া-কৌশল প্রদর্শন করে দর্শকদের উপভোগ্য সময় উপহার দিয়ে তারা সাফলতা অর্জনের মাধ্যমে চুড়ান্ত পর্যায়ে এগিয়ে যাবে।” মাননীয় উপাচার্য চবি সোহরাওয়ার্দী হলের সার্বিক সফলতা কামনা করে অতিথিদের সাথে নিয়ে বেলুন ও ফেস্টুন উড়িয়ে উক্ত হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করেন।
উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন উক্ত হলের পেশ ইমাম মাওলানা শাহদাত হোসাইন এবং অনুষ্ঠান পরিচালনা করেন চবি ডেপুটি রেজিস্ট্রার (তথ্য) মোহাম্মদ হোসেন।
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সুরের মুর্চ্ছনায় মাননীয় উপাচার্য জাতীয় পতাকা, মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) ও কলা ও মানববিদ্যা অনুষদের ডিন বিশ^বিদ্যালয় পতাকা, সোহরাওয়ার্দী হলের প্রভোস্ট হল পতাকা এবং শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক অলিম্পিক পতাকা উত্তোলন করেন। মশাল হাতে মাঠ প্রদক্ষিণ করেন উক্ত হলের কৃতি ক্রীড়াবিদ মাহমুদুল হাসান। বিচারকদের পক্ষে প্রধান বিচারক চবি ইতিহাস বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ারুল ইসলাম এবং ক্রীড়াবিদদের পক্ষে কৃতি ক্রীড়াবিদ মোঃ মনছুর উদ্দিন রনিকে মাননীয় উপাচার্য শপথ বাক্য পাঠ করান। সোহরাওয়ার্দী হলের আবাসিক শিক্ষক ও দলের টিম ম্যানেজার ড. মোঃ আবুল বাশার এর নির্দেশনায় হলের আবাসিক শিক্ষার্থী কৃতি ক্রীড়াবিদ ইসমাইল হোসেন ইমন এর নেতৃত্বে অনুষ্ঠিত হয় ক্রীড়াবিদদের মার্চপাস্ট। হলের পতাকা বহন করেন হলের কৃতি ক্রীড়াবিদ আফজাল চৌধুরী।
অনুষ্ঠানে চবি সিনেট ও সিন্ডিকেট সদস্যবৃন্দ, চবি শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, চবি রেজিস্ট্রার, চবি বিভিন্ন হলের প্রভোস্টবৃন্দ, চবি প্রক্টর ও সহকারী প্রক্টরবৃন্দ, চবি সোহরাওয়ার্দী হলের আবাসিক শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, চবি বিভিন্ন বিভাগীয় সভাপতি, ইনস্টিটিউট ও গবেষণা কেন্দ্রের পরিচালকবৃন্দ, বিভিন্ন অফিস প্রধানবৃন্দ, চবি কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, ক্রীড়ামোদী শিক্ষার্থীবৃন্দ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং সূধীবৃন্দ উপস্থিত ছিলেন।