বেলায়েতের রাজধানী মাইজভান্ডার দরবার শরীফ লাখো লাখো আশেক ভক্তদের পদচারণায় মুখরিত

গাউসুল আযম হযরত সৈয়দ মাওলানা আহম্মদউল্ল্রাহ মাইজভান্ডারীর ওরশ শরীফ
শফিউল আলম, রাউজান : লাখো আশেক-ভক্তের অংশগ্রহণে বাংলাদেশে প্রবর্তিত একমাত্র ত্বরিকা, বিশ্বসমাদৃত ত্বরিকা-ই-মাইজভাণ্ডারীয়ার প্রবর্তক গাউসুল আযম হযরত মাওলানা শাহ্ সুফি সৈয়দ আহমদ উল্লাহ্ মাইজভাণ্ডারী (কঃ)-এর ১১৮তম উরস্ শরিফ আজ ২৪ জানুয়ারি বুধবার মাইজভাণ্ডার শরিফ ‘দরবার-ই গাউসুল আযম মাইজভাণ্ডারী’র গাউসুল আযম মাইজভাণ্ডারী’র প্রপৌত্র ও উত্তরাধিকারী এবং অছিয়ে গাউসুল আযম শাহ্ সুফি হযরত সৈয়দ দেলাওর হোসাইন মাইজভাণ্ডারীর জ্যেষ্ঠ পুত্র বিশ্বঅলি শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারীর নামে প্রতিষ্ঠিত গাউসিয়া হক মনজিলে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে। আগেরদিন বা’দ আসর পবিত্র রওজা গোসলের পর খতমে কোরআন, খতমে গাউসিয়া, খতমে খাজেগান এবং মিলাদ পাঠের মাধ্যমে উরস শরিফের আনুষ্ঠানিকতা শুরু হয়। ৯ মাঘ হতে দেশের দূর-দূরান্ত হতে বিপুল ভক্ত-আশেকের সমাগম ঘটে। রাতে ‘এস জেড এইচ এম ট্রাস্ট’-এর সাংস্কৃতিক সংগঠন ‘মাইজভাণ্ডারী মরমী গোষ্ঠী’র শিল্পীরা সামা মাহফিলে সুফি সংগীত পরিবেশন করেন।
গাউসুল আযম মাইজভাণ্ডারী (ক.)’র ১১৮তম উরস শরিফ উপলক্ষে তাঁর রওজা শরিফকে ঘিরে ভক্ত জনতা দোয়া, দুরূদ, মিলাদ, কিয়াম ও জিকির আজকারে মশগুল থাকেন। এ মহান অলির উসিলায় নিজেদের হাজত মকসুদ পূরণ ও আল্লাহ্ পাকের নৈকট্য অর্জনের অশ্রুসিক্ত ফরিয়াদ জানান ভক্ত জনতা।
রাত বারটায় কেন্দ্রিয় মিলাদ মাহ্ফিল ও আখেরি মোনাজাত করবেন গাউসুল আযম মাইজভাণ্ডারী’র প্র-প্রপৌত্র, গাউসিয়া হক মন্জিলের সাজ্জাদানশীন, আওলাদে রাসূল হযরত শাহ্ সুফি সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (মঃ)।
আজকের কর্মসূচির মধ্যে রয়েছে বিশুদ্ধ পানীয় জল, ওযু এবং অস্থায়ী টয়লেটের ব্যবস্থা। এছাড়াও গাউসিয়া হক মন্জিল কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় আশেক-ভক্তদের যাতায়াত নির্বিঘ্ন করতে ২৩ জানুয়ারি হতে ২৫ জানুয়ারি পর্যন্ত বাংলাদেশ আনসার ও ভিডিপির সদস্যরা নাজিরহাট ঝংকার মোড় হতে মাইজভাণ্ডার দরবার শরিফের পুরো এলাকা জুড়ে দায়িত্ব পালন করবেন এবং নগরীর মুরাদপুর থেকে মাইজভাণ্ডার শরিফ শাহী গেইট পর্যন্ত বিআরটিসি’র বিশেষ বাস সার্ভিস চালু থাকবে। এছাড়া ও আহম্মদিয়া মঞ্জিল, রহমানিয়া মঞ্জিলও মাইজভান্ডার দরবার শরীফের বিভিন্ন মঞ্জিলে বাংলাদেশে প্রবর্তিত একমাত্র ত্বরিকা, বিশ্বসমাদৃত ত্বরিকা-ই-মাইজভাণ্ডারীয়ার প্রবর্তক গাউসুল আযম হযরত মাওলানা শাহ্ সুফি সৈয়দ আহমদ উল্লাহ্ মাইজভাণ্ডারী (কঃ)-এর ১১৮তম উরস্ শরিফ মহাসমারোহে অনুষ্টিত হচ্ছে । বাংলাদেশে প্রবর্তিত একমাত্র ত্বরিকা, বিশ্বসমাদৃত ত্বরিকা-ই-মাইজভাণ্ডারীয়ার প্রবর্তক গাউসুল আযম হযরত মাওলানা শাহ্ সুফি সৈয়দ আহমদ উল্লাহ্ মাইজভাণ্ডারী (কঃ)-এর ১১৮তম উরস্ শরিফ উপলক্ষে ম্ইাজভান্ডার দরবার শরীফে জিকির, মিলাদ মাহফিল, সেমা মাহফিল অনুষ্টিত হচ্ছে। বাংলাদেশে প্রবর্তিত একমাত্র ত্বরিকা, বিশ্বসমাদৃত ত্বরিকা-ই-মাইজভাণ্ডারীয়ার প্রবর্তক গাউসুল আযম হযরত মাওলানা শাহ্ সুফি সৈয়দ আহমদ উল্লাহ্ মাইজভাণ্ডারী (কঃ)-এর ১১৮তম উরস্ শরিফ উপলক্ষে মাইজভান্ডার দরবার শরীফের বাইরে বিশাল গ্রামিন মেলা জমজমাট হয়ে উঠেছে । মেলায় পোষাক,খাবার প্রসাধনী, খেলনা সামগ্রী, বেতের তৈয়ারী চেয়ার, আলনা সহ বিভিন্ন ধরনের আসবাব পত্রের দোকানগুলোতে হাজার হাজার ক্রেতা কেনাকাটায় ভীড় করছে । মেলা ও মেলার বাইরে ফটিকছড়ি ধুরং খালের দুপাড় সহ বিভিন্ন এলাকায় ফসলী জমিতে উৎপাদিত বড় সাইজের মুলা বিক্রয় করা হচ্ছে । বিপুল পরিমান মুলা মাইজভান্ডার দরবার শরীফের প্রবেশ পথ থেকে মেলা জুড়ে বিক্রয় করছে কৃষকরা । দেশের বিভিন্ন এলাকা থেকে আগত হাজার হাজার বিভিন্ন শ্রেনী পেশার মানুষ কৃষকদের কাছ থেকে মুলা ক্রয় করতে দেখা যায় ।