শফিউল আলম, রাউজান ঃমাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ দক্ষিন হিংগলা কলমপতি শাখার উদ্যোগে সংগঠনের প্রবাসী সদস্য সেলিম উদ্দিনের বাসভবনে গত ২১ জানুয়ারী রবিবার বাদে এশা, মাইজভাণ্ডারীয়া তরিকার প্রবর্তক ইমামুল আউলিয়া গাউসুল আজম মাওলানা শাহসুফী সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারী (কঃ) ১১৮ তম বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে মিলাদ মাহফিল ও জিকিরে ছেমা মাহফিল অনুষ্ঠিত হয়, আয়োজিত মাহফিলে সভাপতিত্ব করেন মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ রাউজান কেন্দ্রীয় কমিটির সদস্য রাউজান প্রেস ক্লাবের সভাপতি শফিউল আলম । মোহাম্মদ সজিবের পরিচালনায় অনুষ্টানে অতিথি হিসাবে বক্তব্য রাখেন, ছাত্রলীগ নেতা নাসির উদ্দিন, মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ রাউজান উপজেলা শাখার সমন্বয়ক মাওলানা মহিম উদ্দিন মাইজভান্ডারী, কাজী আসলাম,সাবেক সমন্বয়ক জয়নাল আবেদিন, রাউজান প্রেস ক্লাবের অর্থ সম্পাদক শাহাদাৎ হোসেন সাজ্জাদ, প্রবাসী সদস্য সেলিম উদ্দিন, নুর মোহাম্মদ, আবদুল হকিম সেলিম.নাসির উদ্দিন, আনোয়ার সওদাগর, এমরান, জামশেদ, এখতেয়ার, নাসির উদ্দিন, প্রমুখ। মিলাদ শেষে মরমী শিল্পি জয়নাল আবেদিনের পরিবেশনায় সেমা মাহফিল অনুষ্টিত হয় । পরে মাহফিলে আগত আশেক ভক্তদের ,মধ্যে তবরুক বিতরন করা হয় ।
বাড়ি আমাদের চট্টগ্রাম শহর থেকে দূরে সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারী ওরশ শরীফ উপলক্ষে দক্ষিন হিংগলা হক কমিটির মাহফিল











